ভাজক কলা ও স্থায়ী কলার মধ্যে পার্থক্য

ভাজক কলাঃ

ভাজক কলা হচ্ছে উদ্ভিদদেহে বিরাজমান এক ধরনের কলা বা টিস্যু। ভাজক কলায় অপরিবর্তিত কোষ (মেরিস্টেম্যাটিক কোষ) থাকে যেগুলো কোষ বিভাজনে সক্ষম। ভাজক কলার কোষগুলো উদ্ভিদদেহের অন্যান্য যেকোনো টিস্যু বা অঙ্গে রূপান্তরিত হতে পারে। এ কোষগুলো পরিবর্তিত হওয়ার পূর্ব পর্যন্ত বিভাজিত হতে থাকে। তবে পরিবর্তিত হয়ে গেলে এ কোষগুলো বিভাজনের ক্ষমতা হারিয়ে ফেলে।

পরিবর্তিত উদ্ভিদকোষ সাধারণত বিভাজিত হতে পারে না, অথবা অন্য কোনো কোষ সৃষ্টি করতে পারে না। মেরিস্টেম্যাটিক কোষ অপরিবর্তিত কিংবা অসম্পূর্ণভাবে পরিবর্তিত থাকে এবং এ কোষগুলো টটিপটেন্ট ও বিভাজনে সক্ষম। মেরিস্টেম্যাটিক কোষের বিভাজনের ফলে টিস্যুর পরিবর্তন, পরিবর্ধন ও নতুন অঙ্গ সৃষ্টির জন্য প্রয়োজনীয় নতুন কোষ সৃষ্টি হয়। ফলে উদ্ভিদদেহ তৈরির মৌলিক কাঠামো গঠিত হয়।

এ কোষগুলো আকারে ছোট। এসব কোষে কোষ গহবর থাকে না, অথবা ছোট কোষ গহবর থাকে। প্রোটোপ্লাজম দ্বারা মেরিস্টেম্যাটিক কোষ পূর্ণ থাকে। এসব কোষে প্লাস্টিড (ক্লোরোপ্লাস্ট অথবা ক্রোমোপ্লাস্ট) অপরিবর্তিত অবস্থায় থাকে, তবে প্লাস্টিডগুলো মূলত অপরিপক্ব রূপে (প্রোপ্লাস্টিড) বিরাজ করে। মেরিস্টেম্যাটিক কোষগুলো আন্তঃকোষীয় ফাঁকা স্থান ছাড়াই খুব ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকে। এদের কোষ প্রাচীর মূলত অত্যন্ত পাতলা প্রাথমিক কোষ প্রাচীর।

স্থায়ী কলাঃ

যে টিস্যুর কোষগুলো পূর্ণভাবে বিকশিত ও কোষবিভাজনে অক্ষম হয় তাকে স্থায়ী টিস্যু বা কলা বলে। স্থায়ী কলা বিভাজনে অক্ষম পরিণত কলাসমূহ দ্বারা গঠিত এবং বিভিন্ন সুনির্দিষ্ট কাজ সম্পাদন করে। স্থায়ী কলাগুলি সরল কলা ও জটিল কলা এই দুই শ্রেণীতে বিভক্ত। স্থায়ী কলা যদি একই প্রকার কোষ দ্বারা গঠিত হয় তবে এটিকে সরল কলা বলে। স্থায়ী কলা যদি এক বা একাধিক প্রকার কোষ দ্বারা গঠিত হয় তবে এটি জটিল কলা বলে।

জাইলেম এবং ফ্লোয়েম হল জটিল স্থায়ী কলা। প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা এবং কোলেনকাইমা হ’ল সরল স্থায়ী উদ্ভিদ কলা।

ভাজক কলা ও স্থায়ী কলার মধ্যে পার্থক্যঃ

যে টিস্যুর কোষগুলো পূর্ণভাবে বিকশিত ও কোষবিভাজনে অক্ষম হয় তাকে স্থায়ী টিস্যু বা কলা বলে। ভাজক কলা ও স্থায়ী কলার মধ্যে পার্থক্য নিম্নরুপ-

১। ভাজক কলার কোষ গুলো বিভাজনে সক্ষম। অন্যদিকে স্থায়ী কলার কোষ গুলো বিভাজনে অক্ষম ।

২। ভাজক কলা কাণ্ড ও মূলের শীর্ষে অর্থাৎ বর্ধনশীল অঞ্চলে থাকে। অন্যদিকে স্থায়ী কলা কাণ্ড ও মূলের বহিঃস্তরে এবং কেন্দ্রের স্তম্ভে দেখা যায়।

৩। ভাজক কলার কোষ গুলো সজীব এবং অপরিণত হয় । অন্যদিকে স্থায়ী কলার কোষ গুলো মৃত এবং পরিণত হয়।

৪। ভাজক কলার কোষ গুলোর কোন নির্দিষ্ট আকার নেই। অন্যদিকে স্থায়ী কলার কোষ গুলোর নির্দিষ্ট আকার আছে।

৫। ভাজক কলার কোষ প্রাচীর পাতলা ও সেলুলোজ নির্মিত হয়। অন্যদিকে স্থায়ী কলার কোষ প্রাচীর পুরু ও সেলুলোজ ছাড়া অন্যান্য উপাদান থাকে।

৬। ভাজক কলার কোষান্তর রন্ধ্র দেখা যায় না। অন্যদিকে স্থায়ী কলার কোষান্তর রন্ধ্র দেখা যায়।

৭। ভাজক কলার কোষ গুলোতে কোষ গহ্বর থাকে না। অন্যদিকে স্থায়ী কলার কোষ গুলোতে কোষ গহ্বর থাকে ।

৮। ভাজক কলা ভ্রূণ অবস্থা থেকে দেখা যায় । অন্যদিকে ভ্রূণ অবস্থায় স্থায়ী কলা থাকে না।

৯। উদ্ভিদ অঙ্গের বৃদ্ধি ঘটানো ভাজক কলার প্রধান কাজ। অন্যদিকে খাদ্য তৈরি ,সংবহন ও সঞ্চয় স্থায়ী কলার প্রধান কাজ।


বিজ্ঞান সংক্রান্ত আরো পার্থক্য পড়ুনঃ Science

আরোও পার্থক্য পড়ুনঃ  সংকীর্ণ মুদ্রা ও বিস্তৃত মুদ্রার মধ্যে পার্থক্যমোট, গড় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে পার্থক্যস্বল্পকালীন ও দীর্ঘকালীন উৎপাদন ব্যয়ের মধ্যে পার্থক্যদামের স্থিতিস্থাপকতা এবং চাহিদার আয়ের স্থিতিস্থাপকতার মধ্যে পার্থক্য