Site icon Parthokko.com.bd | পার্থক্য | Difference Between

দর্শন ও ধর্মের মধ্যে পার্থক্য

দর্শন ও ধর্ম

দর্শন ও ধর্মের সম্পর্ক আপাতদৃষ্টিতে বিরোধপূর্ণ বলে মনে হয়, কিন্তু আসলে এদের সম্পর্ক বেশ নিবিড়।ধর্ম, ‘ধৃ’ ধাতু থেকে উদ্ভূত, যার সোজা অর্থ হলো ধারণ করা। সাধারণ মানুষ ধর্মকে ধারণ করে, বা ধর্মের প্রতি বিশ্বাস স্থাপন করে ঈশ্বরের প্রতি নিজের আনুগত্য প্রকাশ করে ইহজগত ও পরজগতে শান্তি ভোগ করার আশা পোষণ করে। বিভিন্ন চিন্তাবিদ ধর্ম সম্বন্ধে বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। ধর্ম উচ্চতর মূল্যের গভীর ও সহজ প্রকৃতিমূলক অনুভূতির উপর প্রতিষ্ঠিত। মানুষ তার নিজের আত্মার পূর্ণতা লাভের মাধ্যমেই ঈশ্বরকে চেনার প্রচেষ্টা চালায়। তাই সূফীবাদে বলা হয় যে, যে ব্যক্তি আত্মাকে চিনেছে, সে ব্যক্তি তার প্রভুকে চিনেছে।

ধর্ম হলো এমন একটি ভাব বাদৃষ্টিভঙ্গি, যা বিশ্বাসের দৃষ্টিভঙ্গি এবং যে বিশ্বাসের ফলে মানুষ মনে করে যে, এ জগত যান্ত্রিক নয়, বরং এ জগতের সৃষ্টির পিছনে একজন সৃষ্টিকর্তা বা ঈশ্বর রয়েছেন, যিনি ভাল-মন্দ, ন্যায়-অন্যায় ও পাপ-পুর্ণের বিচার করেন। পরম বা শাশ্বত মূল্যকে মানুষের মন মোটামুটিভাবে জানতে চায়। মানুষ এই পরম শক্তি বা অদৃষ্ট শক্তির সংস্পর্শে এসেই ইহজগত ও পরজগতে শাস্তি পাওয়ার জন্য প্রচেষ্টা চালায়।এল. পি জ্যাকস বলেন, “ধর্মের জীবনী শক্তিই হলো অতি উৎকৃষ্টের প্রতি অনমনীয়ভাবে আনুগত্য”।

দর্শন ও ধর্মের মধ্যে পার্থক্যঃ

দর্শন ও ধর্মের মধ্যে যদিও কতক গুলো সাদৃশ্য রয়েছে, তথাপি এদের মধ্যে কতক গুলো বৈসাদৃশ্যও রয়েছে। নিচে দর্শন ও ধর্মের মধ্যে পার্থক্য দেখানো হয়েছে-

১। দর্শনের কাজ হলো প্রধানত বুদ্ধিভিত্তিক বা বিচারভিত্তিক। অন্যদিকে, ধর্মের কাজ হলো বিশ্বাসভিত্তিক বা ব্যবহারিক।

২। দর্শনের ক্ষেত্রে জগতের রহস্যকে জানার ব্যাপারে বিচার-বিবেচনার পথকে অনেকাংশে ব্যবহার করা হয়ে থাকে। অন্যদিকে, ধর্মের ক্ষেত্রে অন্ধ বিশ্বাস বা সরল বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের সাথে মিলনের জন্য মানুষ, অনুভূতি, অভিজ্ঞতা ও ব্যবহারিক আচরণের সাহায্য নিয়ে থাকে।

৩। দর্শনের মূল উদ্দেশ্য হলো জ্ঞান বা সত্যের প্রতি অনুরাগ। অন্যদিকে, ধর্মের মূল উদ্দেশ্য হলো শান্তি, সংহতি, মুক্তি ইত্যাদির প্রতি অনুরাগ। তাই ধর্মের ক্ষেত্রে বিচার-বিবেচনার পরিবর্তে উপলব্ধি বা হৃদয়ের প্রয়োগই হয় বেশি।

৩. দর্শনে কোন আচার-অনুষ্ঠান নেই। অন্যদিকে, ধর্মে আচার-অনুষ্ঠান রয়েছে এবং ধর্মকে এ গুলো মেনে চলতে হয়।

৪. দর্শন বিচার-বিশ্লেষণের মাধ্যমে জাগতিক সত্তার স্বরূপ নিরূপণ করার প্রচেষ্টা চালায়। অন্যদিকে, ধর্ম অন্তর দিয়ে আধ্যাত্মিক সত্তার স্বরূপকে উপলব্ধি করার প্রচেষ্টা চালায়।

Exit mobile version