Site icon Parthokko.com.bd | পার্থক্য | Difference Between

উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য

উদ্ভিদ এবং প্রাণী মানুষের খরচ জন্য খাদ্য সরবরাহ। তাদের উভয় জীবিত কোষ আছে যা গল্গী যন্ত্রপাতি, এন্ডোপ্লাজমিকটিকুলাম, রিবোওসোম এবং নিউক্লিয়াসের মতো একই অঙ্গপ্রত্যঙ্গের সাথে গঠিত। তারা তাদের প্রজাতির বেঁচে থাকা বজায় রাখার জন্য তাদের নিজস্ব প্রজনন পুনরূদ্ধার করে। তবু তাদের মধ্যে পার্থক্য বিদ্যমান আছে। উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য নিচে বিবেচনা করা হলো..

উদ্ভিদঃ 

উদ্ভিদের মূল, কান্ড, শাখা-প্রশাখা ও পাতা রয়েছে। এরা নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। উদ্ভিদ মূলের সাহায্যে মাটিতে আটকে থাকে। এরা এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করতে পারে না। এরা দেখতে পায় না, শুনতে পায় না, ঘ্রাণ নিতে পারে না। উদ্ভিদ ফুল ও ফল ধারণ করে। 

প্রাণীঃ 

প্রাণীরা এক জায়গা থেকে অন্য জায়গা চলাফেরা করতে পারে। চলাচলের জন্য এদের পা, ডানা বা পাখনা থাকে। প্রাণীর হাত, মুখ, কান, নাক ইত্যাদি রয়েছে। প্রাণীরা নিজের খাদ্য তৈরি করতে পারে না। প্রাণী খাদ্য হিসেবে উদ্ভিদ ও অন্যান্য প্রাণী খেয়ে থাকে।

উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্যঃ

১। উদ্ভিদের মূল, কান্ড ও শাখা-প্রশাখা রয়েছে। পক্ষান্তরে প্রাণীর হাত, পা, চোখ, নাক, কান ও মুখ ইত্যাদি রয়েছে।

২। উদ্ভিদ এক জায়গা থেকে অন্যত্র চলাফেরা করতে পারে না। পক্ষান্তরে প্রাণীরা চলাফেরার জন্য পা, ডানা বা পাখনা ব্যবহার করে।

৩। উদ্ভিদ মূলের সাহায্যে মাটিতে আটকে থাকে। পক্ষান্তরে প্রাণী নিজের ইচ্ছানুযায়ী চলাচল করতে পারে।

৪। উদ্ভিদ নিজেদের খাদ্য নিজেই তৈরি করতে পারে। পক্ষান্তরে প্রাণী নিজের খাদ্য নিজের তৈরি করতে পারে না।

৫। উদ্ভিদরা দেখতে পায় না, শুনতে পায় না এবং ঘ্রাণ নিতে পারে না। পক্ষান্তরে প্রাণী দেখতে পায়, শুনতে পায় এবং ঘ্রাণ ও স্বাদ নিতে পারে।

Exit mobile version