Site icon Parthokko.com.bd | পার্থক্য | Difference Between

PRL ও LPR এর মধ্যে পার্থক্য

PRL ও LPR

PRL (পিআরএল):

PRL হল Post Retirement Leave (অবসরােত্তর ছুটি) । PRL বর্তমান সময়ে চালু আছে। এ ছুটি ব্যবস্থায় ছুটি জমা থাকা স্বাপেক্ষে সর্বোচ্চ ১ (এক) বছরের ছুটি এবং সর্বোচ্চ ১৮ মাসের নগদায়নের সুযােগ রাখা হয়েছে। তাছাড়াও PRL অবস্থায় অন্য যে কোন চাকুরিতে যােগদান বা সরকারি কোন পদে চুক্তিভিত্বিক পদায়নের সুযােগ রাখা হয়েছে। হ্যা, তবে চুক্তিভিত্তিক নিয়ােগে ছুটি বাতিল স্বাপেক্ষে যােগদান করতে হয় এবং উভয় ক্ষেত্রে ছুটি বলতে অর্জিত ছুটি বােঝানাে হয়েছে।

বর্তমান পি আর এল এর ক্ষেত্রে ১২ মাসের মুল বেতন, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা পাওয়া যায়। যদি শিক্ষা ভাতা চালু থাকে তাও পাবেন। এবং ১৮ মাসের মুল বেতন এর সমপরিমাণ অর্থ গ্রহণ করা যায়।

LPR (এলপিআর):

LPR হলো Leave Preparatory Retirement (অবসর প্রস্তুতিমূলক ছুটি)। পূর্বে এটি প্রচলিত ছিলো যা এখন দ্বিতীয়টিতে রুপান্তর করা হয়েছে। এ পদ্ধতিতে ছুটি জমা থাকা স্বাপেক্ষে সর্বোচ্চ ১ বছর ছুটি ও অবশিষ্ট ছুটির সর্বোচ্চ ১ বছর নগদায়নের সুযোগ ছিলো। এ পদ্ধতিতে এলপিআররত সময়ে অন্য কোন সরকারি চাকুরিতে যোগদানের বা চুক্তিভিত্বিক পদায়নের সুযোগ ছিলো না। ছুটি জমা থাকা স্বাপেক্ষে সর্বোচ্চ ১ (এক) বছর ছুটি ও অবশিষ্ট ছুটির সর্বোচ্চ বছর নগদায়নের সুযােগ ছিলাে। এ পদ্ধতিতে LPR -রত সময়ে অন্য কোন সরকারি চাকুরিতে যােগদানের বা চুক্তিভিত্তিক পদায়নের সুযােগ ছিলাে না।

PRL ও LPR এর মধ্যে পার্থক্যঃ

PRL ও LPR এর মধ্যে অধিকাংশ বিষয়ে মিল থাকলেও এদের মধ্যে কিছূটা অমিল পরিলক্ষিত হয়। তাই PRL ও LPR এর মধ্যে পার্থক্য নিচে দেখানো হয়েছে-

১। PRL হল Post Retirement Leave (অবসরােত্তর ছুটি) । PRL বর্তমান সময়ে চালু আছে। অন্যদিকে, LPR হলো Leave Preparatory Retirement (অবসর প্রস্তুতিমূলক ছুটি)। পূর্বে এটি প্রচলিত ছিলো যা এখন দ্বিতীয়টিতে রুপান্তর করা হয়েছে।

২। PRL এর ছুটি ব্যবস্থায় ছুটি জমা থাকা স্বাপেক্ষে সর্বোচ্চ ১ (এক) বছরের ছুটি এবং সর্বোচ্চ ১৮ মাসের নগদায়নের সুযােগ রাখা হয়েছে। অন্যদিকে, LPR পদ্ধতিতে ছুটি জমা থাকা স্বাপেক্ষে সর্বোচ্চ ১ বছর ছুটি ও অবশিষ্ট ছুটির সর্বোচ্চ ১ বছর নগদায়নের সুযোগ ছিলো।

৩। PRL অবস্থায় অন্য যে কোন চাকুরিতে যােগদান বা সরকারি কোন পদে চুক্তিভিত্বিক পদায়নের সুযােগ রাখা হয়েছে। অন্যদিকে, LPR পদ্ধতিতে এলপিআররত সময়ে অন্য কোন সরকারি চাকুরিতে যোগদানের বা চুক্তিভিত্বিক পদায়নের সুযোগ ছিলো না।

৪। PRL সময় বেসরকারি পাসপোর্ট গ্রহণ করা যায়। অন্যাদিকে LPR সময় বেসরকারি পাসপোর্ট গ্রহণ করা যায় না।

Exit mobile version