Site icon Parthokko.com.bd | পার্থক্য | Difference Between

জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্য

জাতিঃ

জাতি হচ্ছে একটি সম্প্রদায় যা একটি সাধারণ ভাষা, অঞ্চল, ইতিহাস, জাতিগততা ও সংস্কৃতির ভিত্তিতে গড়ে ওঠে। স্পষ্টতই, জাতি উপজাতি হতে অধিক রাজনৈতিক। সাধারণভাবে একে বলা যায়, “জাতি হচ্ছে একত্রিত ও প্রতিষ্ঠিত উপজাতি সম্প্রদায়। কিছু জাতি উপজাতি গোষ্ঠীর সমান বলে বিবেচ্য আবার কিছু জাতি গড়ে ওঠে সামাজিক ও রাজনৈতিক কিছু নির্দিষ্ট সংবিধান অনুসরণ করে। জাতির অন্য একটি সংজ্ঞা হচ্ছে, এটি একটি সম্প্রদায়, যে সম্প্রদায়ের জনগণ নিজেদের স্বায়ত্তশাসন, ঐক্য ও অন্যান্য অধিকারের ব্যাপারে সচেতন। আন্তর্জাতিক আইন অনুসারে, একটি জাতি হলো একটি ভূ-খন্ডের স্বাধীন ও সার্বভৌম অঞ্চল।

জাতীয়তাঃ

জাতীয়তা হচ্ছে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান এবং রাষ্ট্রের মধ্যে আইনগত সম্পর্ক। জাতীয়তা রাষ্ট্রকে কোনো ব্যক্তির উপর আইনগত অধিকার এনে দেয় এবং ব্যক্তিকে এনে দেয় রাষ্ট্রের সুরক্ষা। এসব অধিকার এবং দায়িত্ব কি তার তারতম্য ঘটে রাষ্ট্র থেকে রাষ্ট্রে।
আন্তর্জাতিক প্রথাগত আইন এবং আন্তর্জাতিক রীতি অনুযায়ী, এটি প্রত্যেক রাষ্ট্রের অধিকার যা নির্ধারণ করে কারা সেই রাষ্ট্রের নাগরিক হবে। এই নির্দেশক গুলো জাতীয়তা আইনের অংশ। কিছু ক্ষেত্রে জাতীয়তার নির্দেশক গুলোও নিয়ন্ত্রিত হয় সরকারী আন্তর্জাতিক আইন দ্বারা। উধাহরনস্বরূপ,রাষ্ট্রহীনতার উপর চুক্তিপত্র এবং জাতীয়তা বিষয়ক ইউরোপীয় সম্মেলন। জাতীয়তা, নাগরিকতা থেকে কারিগরি এবং আইনগত ভাবে পৃথক, যা বাক্তি এবং দেশের মধ্যে পৃথক ধরনের আইনগত সম্পর্ক। জাতীয়তা বিশেষ্য পদটি নাগরিক এবং অনাগরিক উভয়কেই বোঝাতে পারে ।

জাতি ও জাতীয়তার মধ্যে পার্থক্যঃ

১। জাতি হচ্ছে একটি বাস্তব ও সক্রিয় ধারণা। অপরদিকে জাতীয়তা হলো একটি মানসিক অনুভূতি ।

২। জাতির মধ্যে রাজনৈতিক সংগঠন পরিলিক্ষত হয়। অপরদিকে জাতীয়তার মধ্যে রাজনৈতিক সংগঠন অনুপস্থিত ।

৩। জাতি একটি সুসংগঠিত আদর্শ । অপরদিকে আর জাতীয়তা কিছু বোধ বা অনুভূতির সমন্বয় মাত্র । যে বোধ বা অনুভূতি জাতি গঠনে সহায়তা করে সে বোধটি কালক্রমে জাতির আদর্শ হিসেবে বিবেচিত হয় ।

৪। জাতি হচ্ছে বিশেষ কতকগুলো চেতনার সমন্বিত রূপের ক্রিয়া প্রতিক্রিয়া যা জাতির অস্তিত্বকে স্থায়িত্ব প্রদানে সহায়তা করে। অপরদিকে জাতীয়তা হলো এসব চেতনার প্রাথমিক অবস্থা ।

৫। প্লেটো , অ্যারিস্টটল জাতি সম্পর্কে যে ধারণা প্রদান করেন তা বেশ প্রাচীন ।অপরদিকে জাতীয়তার উৎপত্তি আধুনিক কালে। আধুনিক রাষ্ট্র চিন্তার জনক ম্যাকিয়াভেলির হাতে প্রথম জাতীয় ধারণার উৎপত্তি হয় ।

৬। জাতীয়তা জন্মলাভ করে নির্দিষ্ট ধ্যানধারণা ও বিশ্বাসের মধ্যে । অপরদিকে জাতির মাধ্যমে জাতীয়তাবাদের বহিঃপ্রকাশ ঘটে ।

Exit mobile version