Site icon Parthokko.com.bd | পার্থক্য | Difference Between

রিলে এবং ম্যাগনেটিক কন্ট্রাক্টর এর মধ্যে পার্থক্য

রিলে (Relay):

রিলে একটি সুইচিং ডিভাইস। কারেন্ট যদি রিলের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তখন রিলের মধ্যে থাকা কয়েলটি ম্যাগনেটাইজড হয় এবং অন অফ সুইচিং এর কাজ করে সার্কিটকে নিয়ন্ত্রন ও কন্ট্রোল করা যায়। এছাড়া রিলেকে প্রটেকটিভ ডিভাইসও বলা হয় কারন জরুরী মুহুর্তে এটি সার্কিট, যন্ত্রাংশ বা ডিভাইসকে বন্ধ করে পুড়ে যাওয়া বা ক্ষতি হওয়ার হাত থেকে রক্ষা করে। রিলে বিভিন্ন ধরণের হয়ে থাকে। যেমন-

১। Solid State Relay,
২। Overload Relay,
৩। Phase Failure Relay,
৪। Over Current Relay,
৫। PTC Relay ইত্যাদি।

ম্যাগনেটিক কন্ট্রাক্টর (Magnetic Contactor):

ম্যাগনেটিক কন্ট্রাক্টর এমন একটি বৈদ্যুতিক ডিভাইস যা লোডের নিয়ন্ত্রন, অটোমেশন, রক্ষানাবেক্ষনের কাজে ব্যবহৃত হয়ে থাকে। এটি অনেকটা ম্যাগনেটিক রিলের মতই। এটি সাধারণত থ্রি-ফেজ মোটর কন্ট্রোলিং এর জন্য ব্যাবহার করা হয়। ইন্ডাস্ট্রিতে এর ব্যাবহার অনেক বেশী। ম্যাগনেটিক কন্টাক্টর এর অপারেশন অনেকটা রিলের মতই, তবে রিলে ব্যাবহার করা হয় লো পাওয়ার বা লো ভোল্টেজ কানেকশনের জন্য, আর ম্যাগনেটিক কন্টাক্টর ব্যাবহার করা হয় হাই পাওয়ার বা হাই ভোল্টেজ কানেকশনের জন্য। রিলের মতো এতেও ইন্টারনাল কয়েল রয়েছে। এর কয়েল AC এবং DC দুই ধরণেরই হয়। কয়েল টার্মিনাল সাধারণত (A1, A2) হয়ে থাকে।

এর কয়েল সাধারণত AC 220v, 360v, 440v DC 24v ইত্যদি রেঞ্জের হয়ে থাকে। তবে এছারাও বিভিন্ন রেঞ্জের হতে পারে। থ্রি-ফেজ কানেকশনের জন্য এতে (L1, L2, L3 & T1, T2, T3 অথবা R, S, T & U, V, W) এ ধরণের টার্মিনাল থাকে। এর উপরের প্রান্তে (L1, L2, L3) থ্রি-ফেজ পাওয়ার কানেকশন করা হয় এবং নিচের প্রান্তে (T1, T2, T3) থ্রি-ফেজ মোটর কানেকশন করা হয়। এছারাও এতে রয়েছে অক্সিলারী কন্টাক্ট NO, NC (নরমালি ওপেন এবং নরমালি ক্লোজ কন্টাক্ট)। ম্যাগনেটিক কন্টাক্টরের কয়েলে সাপ্লাই দেওয়া মাত্রই এর নরমালি ওপেন কন্টাক্ট গুলো ক্লোজ এবং নরমালি ক্লোজ কন্টাক্ট গুলো ওপেন হয়ে যায় এবং এর সাথে যুক্ত আনুসাঙ্গিক ডিভাইস গুলোও অপারেট হয়।

রিলে এবং ম্যাগনেটিক কন্ট্রাক্টর এর মধ্যে পার্থক্যঃ

ম্যাগনেটিক কন্ট্রাক্টর অটোমেশন, রক্ষানাবেক্ষনের কাজে ব্যবহৃত হয়ে থাকে। এটি অনেকটা ম্যাগনেটিক রিলের মতই। রিলে এবং ম্যাগনেটিক কন্ট্রাক্টর এর মধ্যে পার্থক্য নিম্নরূপ-

১। রিলে কম অ্যাম্পিয়ার রেটিং এর হয়ে থাকে (Max 20Amp.)। অন্যদিকে, ম্যাগনেটিক কন্ট্রাক্টর বেশী অ্যাম্পিয়ার রেটিং এর হয়ে থাকে (Max 12,500Amp.)।

২। রিলে সাধারণত কন্ট্রোল সার্কিট, অটোমেশন ও ইলেক্ট্রোনিক সার্কিটে ব্যাহার করা হয়। অন্যদিকে, ম্যাগনেটিক কন্ট্রাক্টর সাধারণত মোটর , ক্যাপাসিটর ব্যাংক, পাওরার সার্কিটে ব্যবহার করা হয়।

৩। রিলে সাধারণত সিঙ্গেল ফেজ এর হয়ে থাকে। অন্যদিকে, ম্যাগনেটিক কন্ট্রাক্টর সাধারণত সিঙ্গেল ফেজ ও থ্রী ফেজ এর হয়ে থাকে।

৪। রিলের মধ্যে আর্ক নেভানোর কোন ব্যবস্থা থাকে না। অন্যদিকে, ম্যাগনেটিক কন্ট্রাক্টর এর মধ্যে আর্ক নেভানোর কোন ব্যবস্থা থাকে।

৫। রিলে সাইজে ছোট এবং দামে সস্তা হয়। অন্যদিকে, ম্যাগনেটিক কন্ট্রাক্টর সাইজে বড় এবং দাম রিলের তুলনায় বেশী।

Exit mobile version