রেস সাব জুডিস (Res sub judice)
যখন একই এখতিয়ারভূক্ত দুইটি বা একই আদালতে একই পক্ষদের মধ্যে একই বিষয়বস্তু নিয়ে দুইটি মামলা বিচারাধীন থাকে তখন সেই বিরােধিয় বিষয়কে রেস সাব জুডিস বলে। The Code of Civil Procedure, 1908 এর ১০ ধারায় রেস সাবজুডিস নীতির অবতারনা করা হয়েছে এজন্য যে, যাতে একই বিষয় নিয়ে একই পক্ষদের মধ্যে দুই মামলা চলতে পারে না। কেননা, এতে একই আদালত হতে ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত আসার সুযােগ আছে এবং পক্ষগন অযথা হয়রানির শিকার হতে পারেন। এই ধারায় বলা হয়েছে, কোন আদালতই একই পক্ষদের মধ্যে দাখিলী একটি মামলার বিচার চালাবেন না।
যদি তার বিচার্য বিষয় প্রত্যক্ষভাবে এবং কার্যত পর্বে তাদের মধ্যে দাখিলি আর একটি মামলার বিচার্য বিষয়ের সাথে একই হয় অথবা তাদের মাধ্যমে স্বত্বের দাবিদার এক বা একাধিক ব্যক্তির মধ্যে যদি এরূপ দুইটি মামলা থাকে। যেখানে তা সব কতৃত্ব সম্পন্ন একই আদালতে বা বাংলাদেশের যেকোন আদালতে যার বা যাদের একই ধরণের প্রতিকার দেওয়ার ক্ষমতা আছে বা বাংলাদেশের বাইরে স্থাপিত সম কর্তৃত্ব সম্পন্ন কোন আদালত বা বাংলাদেশ সুপ্রীমকোর্ট বিচারাধীন থাকে। অর্থাৎ এই ধারা অনুযায়ী, পূর্বে দায়েরকৃত মামলার পক্ষসমূহ ও বিষয়বস্তু এবং পরবর্তীতে দায়েরকৃত মামলার পক্ষসমূহও বিষয়বস্তু একই হলে আদালত পরবর্তী মামলার বিচার করবে না। পরবর্তীতে দায়েরকৃত মামলাটির কার্যক্রম স্থগিত রাখবেন।
রেস জুডিকাটা (Res judicata)
রেস জুডিকাটা (Res judicata) এটি ল্যাটিন পরিভাষা এর আক্ষরিক অর্থ দাঁড়ায় “the thing what has been judged” বা যে বিষয়টি মীমাংসিত। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নীতি যা সকল দেশের আইন ব্যবস্থায় স্বীকৃত। অর্থাৎ যে বিষয়ে পূর্বতন কোন সিদ্ধান্ত দেওয়া হয়েছে সেই বিষয়ে একই পক্ষদ্বয়ের মাঝে নতুন কোন দাবী নিয়ে একই অথবা ভিন্ন আদালতে মামলা করা যাবেনা। এই নীতি এক দিকে মামলার পক্ষগণ; বাদীপক্ষকে নতুন কোন দাবি দাখিল করতে বারিত করে এবং বিবাদীকে নতুন করে ডিফেন্স নেওয়ার সুযোগ থেকে বারিত করে, অন্যদিকে বিচারক কে এমন বিষয়ে মামলা গ্রহণে বারিত করে যে বিষয়ে অন্য কোন কোর্ট একই পক্ষগণ এর মাঝে বিষয়টি নিষ্পত্তি করে।
একজন বিবাদী এটিকে ডিফেন্স হিসেবে নিতে পারেন। একজন বাদী যখন কোন বিবাদীর বিরুদ্ধে আদালতের মাধ্যমে কোন রায় পায়, সেক্ষেত্রে ওই বিবাদীর বিরুদ্ধে আর কোন অভিযোগ উত্থাপন করা যায়না নিম্নোক্ত বৈশিষ্ট্য পাওয়া গেলে:
a. দাবিটি যদি পূর্বের মামলার কজ অব একশনের সাথে সম্পর্কিত হয়
b. বাদী যদি পূর্বের রায়ের ভিন্ন কোন প্রতিকার চায় অথবা পুনরায় প্রতিকার চায়
c. দাবিটি যদি এমন হয় যে এটি পূর্বতন অভিযোগের সাথে যুক্ত করা যেত।
রেস সাব জুডিস ও রেস জুডিকাটারের মধ্যে পার্থক্য:
রেস জুডিকাটা এটি ল্যাটিন পরিভাষা এর আক্ষরিক অর্থ দাঁড়ায় “the thing what has been judged”. রেস সাব জুডিস ও রেস জুডিকাটারের মধ্যে পার্থক্য নিম্নরূপ-
১। দেওয়ানী কার্যবিধির ১০ ধারায় রেস সাব জুডিস নীতিটি বর্ণনা করা হয়েছে। অন্যদিকে, ১১ ধারায় রেস জুডিকাটা নীতি ব্যাখ্যা করা হয়েছে।
২। রেস সাব জুডিস নীতির মূল কথা হলো একই বিচার্য বিষয়ে একই পক্ষসমূহের মধ্যে কোন মামলা কোন আদালতে বিচারাধীন থাকলে ঐ বিষয়ে পরে দায়েরকৃত মামলা স্থগিত থাকবে। অন্যদিকে, রেস জুডিকাটা নীতির মূল কথা হলো, একই বিচার্য বিষয় এবং একই পক্ষদ্বয় বা তাদের স্থলবর্তীদের মধ্যেকার মোকদ্দমার বিচার অনুষ্ঠিত ও রায় প্রদান হলে পুনরায় ঐ মামলা দায়ের করা যাবে না ।
৩। রেস সাব জুডিসের উদ্দেশ্য হলো একই প্রকারের মামলা যুগপৎভাবে দুটি আদালতে চালানো যাবে না। অন্যদিকে, রেস জুডিকাটারের উদ্দেশ্য হলো দুই বিচার অনুষ্ঠান রহিত করা।
৪। রেস সাব জুডিসে দুইটি মামলার বিচারাধীন থাকা কোন রায় বা চূড়ান্ত আদেশ হয় না। অন্যদিকে, রেস জুডিকাটার মামলায় পূর্ববর্তী মামলার সিদ্ধান্ত স্থির হয়ে যায়।
৫। রেস সাব জুডিসের ক্ষেত্রে কিছু মোকদ্দমায় উভয় মামলা একত্রিত করার পর আদালত একত্রে শুনানী অনুষ্ঠিত করার জন্য আদেশ দিতে পারেন। অন্যদিকে, রেস জুডিকাটারে একত্রে শুনানীর কোন সুযোগ নেই।