দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পার্থক্য

দায়িত্বঃ

দায়িত্ব শব্দটি ছোট হলেও এর গুরুত্ব অপরিসীম। আমার কাছে দায়িত্ব মনে হচ্ছে, কোন কিছুর ভার বহন করা এবং সেই সম্বন্ধ্যে অন্যের নিকট জিজ্ঞাসিত হওয়া। আসলে সত্যি বলতে কি, দায়িত্ব কখনো এড়িয়ে চলা যায় না। উদাহরণ হিসেবে মনে করেন, আপনার অফিস থেকে পাশ্ববর্তী অফিসে পত্র পাঠানোর জন্য আপনাকে আদেশ দেয়া হলো। তো কোন কারণে আপনি যদি এই পত্র পাঠাতে ব্যর্থ হন, সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার বসের নিকট জিজ্ঞাসিত হবেন, কেননা এটি একটি দায়িত্ব। প্রথমেই বলেছি দায়িত্ব এড়িয়ে চলা যায় না। এগুলো এড়িয়ে গেলে আপনি কারো না কারো কাছে ধরা খাবেন।

কর্তব্যঃ

কর্তব্য হচ্ছে এমন কিছু কাজ যেগুলোর জন্য আপনি অন্য কারো কাছে জিজ্ঞাসিত হবেন না। কিন্তু একজন মানুষ হিসেবে আপনার সে কাজগুলো করা উচিত। উদাহরণ স্বরূপ বলা যায়, এইযে এখানে যে প্রশ্নটি আপনি করেছেন এই প্রশ্নের উত্তরটি তো আমার মোটামুটি জানাই আছে, তো সে ক্ষেত্রে আমি চাইলে প্রশ্নের উত্তরটি এখানে লিখতে পারি। আর এটা হচ্ছে আমার কর্তব্য এবং এখানে আমি না লিখলেও কেউ কিন্তু আমাকে কোনো প্রশ্ন করতে পারবে না বা প্রশ্ন করবেনা। আর প্রতিটি কর্তব্যও এরকমই।

দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পার্থক্যঃ

১। দায়িত্ব হচ্ছে কোন যথোপযুক্ত ব্যক্তি বা সংষ্থা কর্তৃক প্রদত্ত নীতিমাল বা বিধি নিষেধ যেটা করতে আপনি বাধ্য। সোজা কথায় আপনাকে ওগুলো করতেই হবে। না করলে জবাবদিহি করতে হবে। অন্যদিকে, কর্তব্য হচ্ছে-যেটা আপনার করা উচিত কিন্তু না করলে সমস্যা হতে পারে বা নাও হতে পারে। অনেকটা ঐচ্ছিক।

২। দায়িত্বগুলি নির্ধারিত সময়ের মধ্যে কোনো ব্যক্তির দ্বারা সম্পন্ন হওয়া উচিত। আর অন্যদিকে কর্তব্য হলো আপনার উপর যে দায়িত্ব তা করা।

৩। দায়িত্ব আপনার উপরে পড়লে আপনি সেটি করবেন অথবা দায়িত্ব অন্য কাউকে দিতে পারবেন। এই ক্ষেত্রে দায়িত্ব এড়ানো যায়। অন্যদিকে কর্তব্য আপনাকে অবশ্যই করতে হবে। এটাকে আপনি এড়িয়ে যেতে পারবেন না।

৪। দায়িত্ব বলতে কোনো কাজ করার দায়বদ্ধতাকে বোঝায়।যা আপনার করা উচিত। অন্যদিকে কর্তৃব্য হলো আপনার অবশ্য করণীয়।অর্থাৎ বাধ্যবাধকতা রয়েছে।

৫। দায়িত্ব= আপনাকে কেউ একজন একটি কাজ দিয়েছে সেটি পালন করা আপনার দায়িত্ব। অন্যদিকে কর্তব্য= যেটি আপনাকে করা নিয়মিত করতে হবে, যেমন: মা বাবার সেবা করা কর্তব্য, ছেলে মেয়ের ভরনপোষন আপনার কর্তব্য।