মাত্রাগত উৎপাদন প্রবাহ এবং পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধির মধ্যে পার্থক্য

মাত্রাগত উৎপাদন প্রবাহ (Returns to scale):

আমরা পরিবর্তনীয় অনুপাত বিধিতে দেখেছি, কোন একটি উপকরণ স্থির রেখে অন্যান্য উপাদান পরিবর্তন করলে উৎপাদনের ক্ষেত্রে পরিবর্তন দেখা যায়। স্বল্প মেয়াদের ক্ষেত্রেই এ ধরণের উপকরণ- উৎপাদন সম্পর্ক দেখানো হয়। কারণ স্বল্প মেয়াদে সব গুলো উপকরণের পরিবর্তন সম্ভব নয়। কিন্তু দীর্ঘমেয়াদে সকল উপাদান একই সংগে পরিবর্তন করা যায়। উৎপাদনের সকল উপাদান একটি নিদিষ্ট অনুপাতে পরিবর্তন করলে মোট উৎপাদনের পরিমানে যে পরিবর্তন দেখা দেয় তাকে মাত্রাগত উৎপাদন প্রবাহ বলে। এর মাধ্যমে উৎপাদনের সকল উপাদান একই সংগে এবং একই অনুপাতে বৃদ্ধি করে বা হ্রাস করে উপাদান -উৎপাদন সম্পর্ক পরীক্ষা করা হয়।

পরিবর্তনশীল উপাদান অনুপাত বিধি (The law of Variable Proportions):

পরিবর্তনশীল উপাদান অনুপাত বিধিটি ক্রমহাসমান প্রান্তিক উৎপাদন বিধিরই আধুনিক সংস্করন। এ বিধিতে উৎপাদনের অন্যান্য উপকরন স্থির রেখে একটি মাত্র উপকরণের পরিবর্তন সাপেক্ষে উপকরণ অনুপাতের ভিন্নতার ভিত্তিতে উৎপাদনের পরিবর্তন পর্যালোচনা করা হয়েছে।

মনে করি, K°(ভূমি) স্থির উপাদান এবং L (শ্রম) হল পরিবর্তনশীল উপাদান। প্রাথমিক অনুপাত = থেকে 2L 3L 4L 5L= তে অনুপাত পরিবর্তন হতে থাকে। পরিবর্তনশীল উপাদান বাড়াতে থাকলে মোট Ke’ Ke’ Ke Ke উৎপাদন (TP) ,গড় উৎপাদন (AP) এবং প্রান্তিক উৎপাদনের (MP) মধ্যে পরিবর্তন লক্ষ করা যায়। তাই স্থির ও পরিবর্তনশীল উপাদনের অনুপাতের পরিবর্তনের সাথে মোট উৎপাদন (TP),গড় উৎপাদন (AP) এবং প্রান্তিক উৎপাদন (MP) কি হারে পরিবর্তন হয় তা পরিবর্তনশীল উপাদান অনুপাত বিধির মাধ্যমে ব্যাখ্যা করা যায়।
উৎপাদনের পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধির সাথে মােট, গড় ও প্রান্তিক ব্যয়ের সম্পর্ক বিশ্লেষণ

অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে যদি উৎপাদনের অন্যান্য উপাদানকে স্থির রেখে একটি উপকরণকে ক্রমাগত বৃদ্ধি করা যায় তাহলে প্রথম দিকে প্রান্তিক উৎপাদন (MP), গড় উৎপাদন (AP) ও মোট উৎপাদন (TP) বৃদ্ধি পায়। কিন্তু এক পর্যায়ে প্রান্তিক উৎপাদন (MP) শুন্যে পৌঁছে এবং মোট উৎপাদন সর্বোচ্চ হয়। এরপরও যদি পরিবর্তনশীল উপাদানটির অতিরিক্ত একক উৎপাদনে নিয়োগ করা হয় তাহলে গড় উৎপাদন (AP) ধনাত্মক থাকলেও প্রান্তিক উৎপাদন (MP) ঋনাত্মক হবে। ফলে মোট উৎপাদন (TP) হ্রাস পাবে। এটাকেই পরিবর্তনশীল উপাদান অনুপাত বিধি বলে।

মাত্রাগত উৎপাদন প্রবাহ এবং পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধির মধ্যে পার্থক্যঃ

মনে করি, K°(ভূমি) স্থির উপাদান এবং L (শ্রম) হল পরিবর্তনশীল উপাদান। মাত্রাগত উৎপাদন প্রবাহ এবং পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধির মধ্যে পার্থক্য নিম্নরূপ-

১। উৎপাদনের অন্যান্য উপাদান স্থির রেখে শুধু একটি উপাদানকে পরিবর্তন করার ফলে উৎপাদনের উপর যে প্রভাব পড়ে অথবা উৎপাদন যেভাবে পরিবর্তিত হয় তাকে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি বলে। অন্যদিকে, উৎপাদনে ব্যবহৃত উপাদানসমূহের ব্যবহারের অনুপাত স্থির রেখে উপকরণসমূহ পরিবর্তন করা হলে উৎপাদনের যে পরিবর্তন হয়, তাকে বলা হয় মাত্রাগত উৎপাদন প্রবাহ।

২। পরিবর্তনীয় উপকরণ অনুপাতবিধি স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকের সাথে সম্পৃক্ত। অন্যদিকে, মাত্রাগত উৎপাদন প্রবাহ দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের সাথে সম্পর্কযুক্ত।

৩। পরিবর্তনীয় উপকরণ অনুপাতবিধির ক্ষেত্রে উপাদানসমূহের ব্যবহারের অনুপাত পরিবর্তিত হয়। অন্যদিকে, মাত্রাগত উৎপাদন প্রবাহে উপকরণসমূহের ব্যবহারের অনুপাত স্থির থাকে ।

৪। পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি অসমজাতীয় উৎপাদন অপেক্ষককে অনুসরন করে। অন্যদিকে, মাত্রাগত উৎপাদন প্রবাহের সাথে জড়িত উৎপাদন অপেক্ষক সমজাতীয়।

৫। পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধিতে স্থির উপাদান এবং পরিবর্তনীয় উপাদান উভয়ই বিবেচ্য। অন্যদিকে, মাত্রাগত উৎপাদন প্রবাহে সকল উপাদান পরিবর্তনশীল, কোন উপাদান স্থির থাকেনা ।

৬। পরিবর্তনীয় উপকরণ অনুপাতবিধি ব্যাখ্যা করা হয় TP, AP এবং MP রেখা দ্বারা। অন্যদিকে, মাত্রাগত উৎপাদন প্রবাহ ব্যাখ্যা করা হয় সমউৎপাদন রেখা (TQ) দ্বারা ।