Site icon Parthokko.com.bd | পার্থক্য | Difference Between

সেভিংস একাউন্ট ও স্টুডেন্ট একাউন্ট এর মধ্যে পার্থক্য

সেভিংস একাউন্ট ও স্টুডেন্ট একাউন্ট

সেভিংস একাউন্ট (Savings Account):

সঞ্চয় একাউন্ট (savings account) হল সবচেয়ে মৌলিক ধরনের অ্যাকাউন্ট। যেটি আপনি ভারতের তথা বিশ্বের যেকোনো ব্যাংকে খুলতে পারেন। একটি সেভিংস অ্যাকাউন্ট আপনাকে, ব্যাংক আপনার টাকা নিরাপদে জমা রাখার অনুমতি দেয়। সেই জমানো টাকা কখনোই আপনাকে অরক্ষিতভাবে বয়ে বেড়াতে হবে না। আমাদের অনেকের কাছেই একটি সেভিংস বা সঞ্চয় অ্যাকাউন্ট হল, আমাদের পছন্দের ব্যাংকে নিজেদের চেকিং অ্যাকাউন্টের বদলে তৈরী করা একটা বিকল্পমাত্র।

কিন্তু, এই সঞ্চয় অ্যাকাউন্ট গুলো মূলত, আমাদের অর্থ সঞ্চয় করার উদ্দেশ্যেই ব্যবহৃত হয়। যেখানে একটা চেকিং অ্যাকাউন্ট শুধুমাত্র আমরা মাসিক খরচ এবং দৈনন্দিন লেনদেনের উদ্দেশ্যে ব্যবহার করি। আর, যেকোনো একটা সঞ্চয় অ্যাকাউন্ট হল আমাদের জরুরী তহবিল সঞ্চয় করার একটা উপযুক্ত মাধ্যম।

স্টুডেন্ট একাউন্ট (Student Account):

স্টুডেন্ট একাউন্ট সাধারণ সেভিংস একাউন্ট গুলোর চেয়ে স্টুডেন্টদের জন্য বিশেষ কিছু সুবিধা সম্বলিত ব্যাংকিং প্রোডাক্ট। স্টুডেন্টদের মধ্যে সঞ্চয়ী অভ্যাস গড়ে তোলা এবং তাদের প্রয়োজনীয় ছোটখাটো দৈনিন্দন করার জন্য ব্যাংক একটি অন্যতম ও আদর্শ মাধ্যম।

সাধারণ সঞ্চয়ী হিসাবগুলোতে আমরা সাধারণত যেসব সুবিধাগুলো ভোগ করে থাকি তার প্রায় অধিকাংশ সুবিধাই স্টুডেন্ট একাউন্টগুলোতে ভোগ করার সুযোগ রয়েছে। যেহেতু এটি স্টুডেন্ট একাউন্ট। কেবল শিক্ষার্থীদের জন্য তাই কিছু স্পেশাল সুবিধা রেগুলার সেভিংস একাউন্ট গুলোর চেয়ে এই একাউন্টে সীমাবদ্ধতা থাকাটা অস্বাভাবিক নয়।

এক কথায় বলতে গেলে স্টুডেন্ট অ্যাকাউন্ট হচ্ছে স্টুডেন্টদের জন্য বিশেষভাবে ডিজাইনকৃত এক ধরনের বিশেষ ব্যাংক হিসাব যেখানে স্টুডেন্টগন তাদের সাধ্যের মধ্যে ও প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারে।

সেভিংস একাউন্ট ও স্টুডেন্ট একাউন্ট এর মধ্যে পার্থক্যঃ

সঞ্চয় একাউন্ট হল সবচেয়ে মৌলিক ধরনের অ্যাকাউন্ট। যেটি আপনি ভারতের তথা বিশ্বের যেকোনো ব্যাংকে খুলতে পারেন। সেভিংস একাউন্ট ও স্টুডেন্ট একাউন্ট এর মধ্যে পার্থক্য নিম্নরূপ-

১। সেভিংস একাউন্ট এর ক্ষেত্রে অধিক পরিমাণ বা হাইভ্যালু ট্রানজেকশন করা যায়। অন্যদিকে, স্টুডেন্ট একাউন্ট এর ক্ষেত্রে অধিক পরিমাণ বা হাইভ্যালু ট্রানজেকশনের ক্ষেত্রে সমস্যা হতে পারে।

২। সেভিংস একাউন্টে অনেক ফিচার থাকে। অন্যদিকে, স্টুডেন্ট একাউন্ট এর ক্ষেত্রে রেগুলার অ্যাকাউন্টগুলোর কিছু ফিচারস ব্যবহারের সীমাবদ্ধতা থাকতে পারে।

৩। সেভিংস একাউন্ট এর চেয়ে স্টুডেন্টএকাউন্ট এর লেনদেনের অনুমতি মাত্রা তুলনামূলক কম হয়ে থাকে।

৪। সেভিংস একাউন্টে ডেবিট কার্ডের ফরেন পার্ট ব্যবহার করা যায়। অন্যদিকে, স্টুডেন্ট একাউন্টে ডেবিট কার্ডের ফরেন পার্ট ব্যবহারে বাধা আসতে পারে।

৫। স্টুডেন্ট পিরিয়ড শেষ হলে একাউন্ট ক্লোজ করার প্রয়োজন হতে পারে বা লেনদেন করার অনুপোযোগী হতে পারে। অন্যদিকে, সেভিংস একাউন্টে কোন বাঁধা নাই।

৬। সেভিংস একাউন্টের তুলনায় স্টুডেন্ট একাউন্টে কম খরচের হিসাব পরিচালনা করা যায়।

৭। রেগুলার সেভিংস একাউন্ট গুলোর চেয়ে মেনটেনেন্স ফি ও অন্যান্য ফি তুলনামূলক কম হয়ে থাকে।

৮। অপ্রাপ্ত বয়স্করাও স্টুডেন্ট আইডি ব্যবহার করে অ্যাকাউন্ট খুলতে পারে। যা রেগুলার একাউন্টগুলোর ক্ষেত্রে অনেকটাই দুরহ ব্যাপার।

৯। স্টুডেন্ট একাউন্ট গুলোতেও সংশ্লিষ্ট ব্যাংকের প্রোডাক্টের ধরনের উপর ভিত্তি করে রেগুলার সেভিংস একাউন্ট এর মতো ইন্টারেস্ট/মুনাফা প্রদান করা হয়ে থাকে।

১০। প্রয়োজনীয় বিভিন্ন ধরনের ব্যাংকিং চার্জ/ফি মওকুফ পাওয়া যেতে পারে। অন্যদিকে, সেভিংস একাউন্টে ব্যাংকিং চার্জ/ফি মওকুফ করা হয় না।

Exit mobile version