Site icon Parthokko.com.bd | পার্থক্য | Difference Between

স্ক্যানার এবং ওএমআর এর মধ্যে পার্থক্য

স্ক্যানার এবং ওএমআর

স্ক্যানার (Scanner) :
স্ক্যানার হল একটি ইনপুট ডিভাইস যা কাগজের উপরে প্রিন্ট করা বা লিখিত তথ্যকে আলোর মাধ্যমে ডিজিটাল ছবিতে রূপান্তর করে। এই ছবিটি তখন কম্পিউটারের মাধ্যমে দেখা, সম্পাদনা বা সংরক্ষণ করা যেতে পারে। স্ক্যানার বিভিন্ন ধরনের তথ্য স্ক্যান করতে পারে। অর্থাৎ এটির সাহায্যে যেকোনো লেখা, ডকুমেন্ট বা ফটো স্ক্যান করতে পারি এবং সেগুলো কে ডিজিটাল ফরম্যাটে রূপান্তরিত করতে পারি। লেখা বা ছবিকে অপটিক্যালি স্ক্যান করে এবং ডিজিটাল ডেটা হিসেবে কম্পিউটারে সরবরাহ করার কাজে স্ক্যানার ব্যবহৃত হয়। স্ক্যানার বিভিন্ন ধরনের তথ্য স্ক্যান করতে পারে, যেমন: টেক্সট, চিত্র, গ্রাফিক্স, ডকুমেন্ট, কার্ড ও মেশিন লেখা ইত্যাদি।

ওএমআর (OMR) :
ওএমআর (OMR)-এর পুরো অর্থ হলো অপটিক্যাল মার্ক রিডার (Optical Mark Reader)। অপটিক্যাল মার্ক রিডার এমন একটি যন্ত্র যা পেন্সিল বা কালির দাগ (Mark) বুঝতে পারে। পেন্সিলের দাগ বোঝা যায় পেন্সিলের সীসের উপাদান গ্রাফাইটের বিদ্যুৎ-পরিবাহিতা বিচার করে। কালির দাগ বোঝা যায় কালির দাগের আলোর প্রতিফলন বিচার করে। অপটিক্যাল মার্ক রিডার বিশেষ ব্যবস্থার সাহায্যে এই দাগগুলোর অস্তিত্ব বুঝতে পারে এবং সঠিক দাগ গণনা করতে পারে। ওএমআর সাধারণত একাধিক পছন্দের পরীক্ষা, আদমশুমারি, ভোটদান ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয়।

স্ক্যানার এবং ওএমআর এর মধ্যে পার্থক্যঃ
স্ক্যানার এবং ওএমআর উভয়ই কাগজের উপরে প্রিন্ট করা বা লিখিত তথ্যকে কম্পিউটারে ইনপুট করার জন্য ব্যবহৃত হয়। স্ক্যানার এবং ওএমআর এর মধ্যে পার্থক্য নিম্নরূপ-

১. স্ক্যানার হল একটি ইনপুট ডিভাইস যা কাগজের উপরে প্রিন্ট করা বা লিখিত তথ্যকে আলোর মাধ্যমে ডিজিটাল ছবিতে রূপান্তর করে। এই ছবিটি তখন কম্পিউটারের মাধ্যমে দেখা, সম্পাদনা বা সংরক্ষণ করা যেতে পারে।

অন্যদিকে, ওএমআর হল একটি তথ্য প্রক্রিয়াকরণ পদ্ধতি যা কাগজের উপরে প্রিন্ট করা বা লিখিত তথ্যকে পূর্বনির্ধারিত স্থানে চিহ্নিত করে ইনপুট করার জন্য ব্যবহৃত হয়। এই চিহ্নগুলির অবস্থান এবং আকৃতি কম্পিউটার দ্বারা স্বীকৃত হয় এবং তারপর সেগুলির মান হিসাবে প্রক্রিয়া করা হয়।

২. স্ক্যানারের মাধ্যমে যেকোনাে ডকুমেন্ট বা ছবিকে হুবহু স্ক্যান করে কম্পিউটারে ইনপুট নেয়া যায়। অন্যদিকে, ওএমআর এর মাধ্যমে দাগকে সনাক্ত বা পড়তে নিয়ে তা ইনপুট আকারে গ্রহণ করা যায়।

৩. সাধারণত ক্যামেরায় তােলা প্রিন্টকৃত ছবি এবং কাগজে মুদ্রিত ছবি স্ক্যানারের সাহায্যে কম্পিউটারে প্রেরণ করা হয়। অন্যদিকে, ওএমআর বিশেষ কাগজের উপর কালির বা পেন্সিলের দাগ বুঝতে পারে।

৪. বিভিন্ন গ্রাফিক্স সফটওয়্যারের সাহায্যে স্ক্যান করা ছবিকে এডিট করা যায়। অন্যদিকে, ওএমআর বিশেষ ব্যবস্থায় বৈদ্যুতিক সিগন্যালে বােধগম্য করে কম্পিউটার দাগের অস্তিত্ব নির্ণয় করে। সম্পাদনার কোনাে বিষয় এতে জড়িত নেই।

৫. লেখা বা ছবিকে অপটিক্যালি স্ক্যান করে এবং ডিজিটাল ডেটা হিসেবে কম্পিউটারে সরবরাহ করার কাজে স্ক্যানার ব্যবহৃত হয়। অন্যদিকে, সাধারণত নৈব্যক্তিক পরীক্ষার উত্তরপত্র পরিচিতিমূলক তথ্যাবলি এবং জরিপ সংক্রান্ত কাজে ওএমআর ব্যবহৃত হয়।

৬. স্ক্যানারের মাধ্যমে ছবিকে উচ্চ রেজ্যুলেশনে স্ক্যান করে নেয়া যায়। অন্যদিকে, ওএমআর এর ক্ষেত্রে রেজ্যুলেশন সুবিধা নেই।

৭. স্ক্যানার কাগজের উপরে প্রিন্ট করা বা লিখিত যেকোনো তথ্য কম্পিউটারে ইনপুট করতে পারে, যেখানে ওএমআর পূর্বনির্ধারিত স্থানে চিহ্নিত করে তথ্য ইনপুট করে।

Exit mobile version