স্বল্পমেয়াদী উৎপাদন অপেক্ষক (Short-run Production Function):
স্বল্পমেয়াদী উৎপাদন অপেক্ষক স্বল্পকাল হচ্ছে এমন একটি সময় যখন উৎপাদন ক্ষেত্রে কমপক্ষে একটি উপকরণ স্থির এবং কেবল মাত্র কয়েকটি উপকরণ পরিবর্তন করা যায়। সুতরাং আমরা বলতে পারি, যে উৎপাদন অপেক্ষকে স্থির উপকরণের সাথে পরিবর্তনশীল উপকরণ বিবেচনা করা হয় তকে স্বল্পমেয়াদী উৎপাদন অপেক্ষক বলে।
যেমন- Q = f (L,Ko)
এখানে, Q = উৎপাদনের পরিমা
L = শ্রমের পরিমাণ যা পরিবর্তনশীল
ko = মূলধনের পরিমাণ যা স্থির
দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষক (Long-term Production Function):
দীর্ঘকালে সব উৎপাদন উপকরণ পরিবর্তনশীল। সুতরাং যে উৎপাদন অপেক্ষকে সকল উপকরণ পরিবর্তনশীল ধরা হয়
তাকে দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষক বলে। যেমন-
যেমন- Q = f(L,K)
এখানে, Q = উৎপাদনের পরিমাণ
L = শ্রমের পরিমাণ যা পরিবর্তনশীল
K = মূলধনের পরিমাণ যা পরিবর্তশীল
স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষকের মধ্যে পার্থক্য:
স্বল্পমেয়াদী উৎপাদন অপেক্ষক স্বল্পকাল হচ্ছে এমন একটি সময় যখন উৎপাদন ক্ষেত্রে কমপক্ষে একটি উপকরণ স্থির। স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষকের মধ্যে পার্থক্য নিম্নরূপ-
১। স্বল্পমেয়াদী উৎপাদন অপেক্ষকে স্থির উপকরণের সাথে পরিবর্তনশীল উপকরণ বিবেচনা করা হয়। অন্যদিকে
দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকে ব্যবহৃত সকল উপকরণ পরিবর্তশীল।
২। স্বল্পমেয়াদী উৎপাদন অপেক্ষক পরিবর্তনশীল অনুপাত বিধি (Laws of Returns) । অন্যদিকে দীর্ঘমেয়াদী উৎপাদন
অপেক্ষক মাত্রাগত উৎপাদন বিধির (Laws of Returns to Scale) ধারণার সাথে সম্পর্কযুক্ত।
৩। স্বল্পমেয়াদী উৎপাদন অপেক্ষক হলো Q = f (L,Ko)। অন্যদিকে দীর্ঘমেয়াদী উৎপাদন অপেক্ষক হলো Q = f(L,K)।