সরল যুক্তিবাক্য (Simple Proposition):
যে যুক্তিবাক্যকে বিশ্লেষণ করলে আর কোনো অঙ্গ বচন বা উপাদান বচন পাওয়া যায় না এবং যে যুক্তিবাক্যকের কোনো অংশ আলাদাভাবে বচন হিসেবে ব্যবহৃত হতে পারে না তাকে সরল যুক্তিবাক্য বলে। সরল যুক্তিবাক্য একটি মাত্র অবস্থা বা ঘটনাকে বিবৃত করে। তাই এ ধরনের যুক্তিবাক্য একটি মাত্র উদ্দেশ্য ও একটি মাত্র বিধেয় নিয়ে গঠিত হয়। যেমন-‘সকল মানুষ হয় মরণশীল’ একটি সরল যুক্তিবাক্য। সরল যুক্তিবাক্যকে অযৌগিক বচন (Non-Compound Statement) বা পারমাণবিক বচনও (Automic Statement) বলা হয়।
যৌগিক যুক্তিবাক্য (Compound Proposition):
যে বাক্যকে বিশ্লেষণ করলে দুই বা ততোধিক সরল বচন পাওয়া যায় বা যে বচন একাধিক বচনের দ্বারা গঠিত হয় তাকে যৌগিক যুক্তিবাক্য বলে। যৌগিক বচনের প্রতিটি উপাদান হলো এক একটি যুক্তিবাক্য। আবার যৌগিক যুক্তিবাকে ̈র উপাদানও যৌগিক হতে পারে। একটি যৌগিক যুক্তিবাক্য দুই বা ততোধিক অংশ বা অঙ্গ উপদান যোজক (connective) দ্বারা যুক্ত থাকে। যেমন-‘ হয় পারমাণবিক অস্ত্রের, ভূ-পরীক্ষা বন্ধ হবে অথবা পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে পড়বে’ একটি যৌগিক যুক্তিবাক্য। এ যুক্তিবাক্যটিকে বিশ্লেষণ করলে উপাদান হিসেবে দু’টি অংশ পাওয়া যাবে যার প্রত্যেকটি যুক্তিবাক্য ‘পারমাণবিক অস্ত্রের ভূ-পরীক্ষা বন্ধ হবে’ এবং ‘পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে পড়বে’। এখানে উল্লেখ করা প্রয়োজন যে, যৌগিক যুক্তিবাক্যের যোজক বিভিন্ন প্রকার হতে পারে; যেমন-‘এবং’, ‘যদি…..তবে……’, ‘হয় ….অথবা…..’ ‘ও’ ইত্যাদি।
সরল যুক্তিবাক্য ও যৌগিক যুক্তিবাক্যের মধ্যে পার্থক্যঃ
সরল যুক্তিবাক্য ও যৌগিক যুক্তিবাক্যের উপর্যুক্ত সংজ্ঞা ও উদাহরণ বিশ্লেষণ করলে এদের মধ্যে কিছু পার্থক্য দেখা যায়। সরল যুক্তিবাক্য ও যৌগিক যুক্তিবাক্যের মধ্যে পার্থক্য নিম্নরূপ-
১. সরল যুক্তিবাক্যের কোনো উপাদান অংশ থাকে না, এটা সরল বাক্য । অন্যদিকে, যৌগিক যুক্তিবাক্যে দুই বা ততোধিক উপাদান অংশ থাকে, যৌগিক যুক্তিবাক্য অবশ্যই যৌগিক বাক্য।
২. সরল যুক্তিবাক্যে একটি মাত্র উদ্দেশ্য ও একটি মাত্র বিধেয় থাকে। অন্যদিকে, যৌগিক যুক্তিবাক্যে একাধিক উদ্দেশ্য ও একাধিক বিধেয় থাকে।
৩. সরল যুক্তিবাক্য গঠন করার জন্য কোনো যোজক প্রয়োজন হয় না। অন্যদিকে, যৌগিক যুক্তিবাক্য গঠনের জন্য অবশ্যই এক বা একাধিক যোজক প্রয়োজন।
৪. সরল যুক্তিবাক্য সত্য বা মিথ্যা হতে পারে এবং এর সত্য মূল্য কখনো অন্য কোনো অঙ্গ উপাদানের উপর নির্ভর করে না। অন্যদিকে, একটি যৌগিক যুক্তিবাক্যের সত্য মূল্য এর উপাদান অংশ গুলোর মাধ্যমে নির্ধারিত হয়।