স্ন্যাপড্রাগন ও মিডিয়াটেক চিপসেট-এর মধ্যে পার্থক্য

স্নাপড্রাগন:

কোয়ালকমের একটি উৎপাদিত পণ্য হচ্ছে স্ন্যাপড্রাগন চিপসেট। কোয়ালকম মূলত আমেরিকাভিত্তিক মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠান। ২০০৭ সালের নভেম্বরে প্রথম স্ন্যাপড্রাগন পণ্য QSD8250 ভোক্তা ডিভাইস নির্মাতাদের জন্য মুক্তি পায়। স্ন্যাপড্রাগন মোবাইল ডিভাইসের জন্য কোয়ালকম কর্তৃক ডিজাইন ও বাজারজাতকৃত সিস্টেম-অন-চিপ (SoC) যাতে একাধিক সিপিইউ কোর, একটি গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (GPU), ওয়্যারলেস মডেম এবং একটি স্মার্টফোনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস), ক্যামেরা ও ভিডিও সমর্থনের জন্যে প্রয়োজনীয় অন্যান্য সফটওয়্যার ও হার্ডওয়্যার থাকে।

মিডিয়াটেক:

মিডিয়াটেক মূলত তাইওয়ানভিত্তিক সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান। ১৯৯৭ সালের ২৮ মে এর যাত্রা হয়। মিডিয়াটেক চিপসেটের পাশাপাশি প্রতিষ্ঠানটি বর্তমানে হেলিওর মতো শক্তিশালী এবং সুলভ মূল্যের চিপসেটও তৈরি করছে। মূলত সনির স্মার্টফোন এবং চীনের স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কম দামি ফোনে এ প্রসেসর ব্যবহার করা হয়। বেঞ্চ মার্ক পরীক্ষায় মিডিয়াটেকের নতুন প্রসেসর এক্স ২০ স্ন্যাপড্রাগন ৮২০ এবং এক্সিনোস ৮৮৯০ এর সমতুল্য হলেও ফ্ল্যাগশিপ লেভেলের ফোনে এখনো জায়গা করে নিতে পারেনি এটি।

স্ন্যাপড্রাগন ও মিডিয়াটেক চিপসেট-এর মধ্যে পার্থক্য:

কোয়ালকমের একটি উৎপাদিত পণ্য হচ্ছে স্ন্যাপড্রাগন চিপসেট। কোয়ালকম মূলত আমেরিকাভিত্তিক মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠান। স্ন্যাপড্রাগন ও মিডিয়াটেক চিপসেট-এর মধ্যে পার্থক্য নিম্নরূপ-

১। স্নাপড্রাগনে ব্যটারী চার্জ অনেক টা কম ব্যয় হয়। অন্যদিকে মিডিয়াটেকে তুলুনামুলক অনেক বেশি চার্জ ব্যয় হয়।

২। স্নাপড্রাগনের পারফমেন্স অনেক টা ভালো। অন্যদিকে মিডিয়াটেক মোটামুটি ভালো।

৪। স্নাপড্রাগন অনেক দামী। অন্যদিকে মিডিয়াটেক তুলুনামূলক সস্তা

৫। মিডিয়াটেক প্রসেসরের হ্যান্ডসেটগুলোর দাম স্ন্যাপড্রাগন প্রসেসরের হ্যান্ডসেটের তুলনায় কম।