কম্পিউটার ব্যবহার করি সবার কাছেই HDD- (Hard Disk Drive) একটি পরিচিত ডিভাইস, এবং যাদের কম্পিউটার সম্পর্কে মোটামোটি ও ধারনা আছে তারা ও এই ডিভাইসটির সাথে পরিচিত। সবার কাছে এটি হার্ড ডিস্ক নামেই পরিচিত। এটি মূলত কম্পিউটারের একটি স্টোরেজ ডিভাইস। কিন্তু বর্তমানে HHD এর মতো আরো একটি ডিভাইস খুব জনপ্রিয় হয়ে উঠছে, যা Solid State Drive (SDD) নামে পরিচিত। Hard Disk Drive ১৯৫৬ সালে আইবিএম কর্তৃক প্রথম বাজারে আসে। প্রায় ৬০-৬২ বছর ধরে আমরা বিভিন্ন কাজে HDD ব্যবহার করে আসছি। প্রতিনিয়ত এটির উন্নয়নের ফলে আজকের দিনের সার্ভার থেকে শুরু করে ব্যক্তিগত কম্পিউটারে এর ব্যবহার লক্ষনীয়। বর্তমানে অধিকাংশ কম্পিউটারে তথ্য সংরক্ষণের স্থায়ী (non-volatile) ব্যবস্থা হিসাবে হার্ড ডিস্ক ব্যবহৃত হয়।
এসএসডি(SSD)
এসএসডি(SSD) বা Solid State Drive হচ্ছে যেসব ইউএসবি পেনড্রাইভ ব্যবহার করি সেটার চেয়ে বড় সাইজ ও অনেক জটিল করে বানানো ড্রাইভ। ইউএসবি ড্রাইভে যেমন ডাটা স্টোর করা হয় মাইক্রোচিপ এর মধ্যে,এসএসডি(SSD) তেও ঠিক একই ভাবে করা হয়। এইচডিডি (HDD) তে বিভিন্ন লেয়ারে তথ্য স্টোর করা হয় এবং সেটি পড়ার জন্য আলাদা মেকানিক্যাল পার্টস ব্যবহার করা হয়। এই একটি ব্যাপারেই এইচডিডি (HDD) থেকে এসএসডি(SSD) কে অনেক বেশী দ্রুততম সময়ে কাজ করাতে সক্ষম হয়েছে। একটা লাইব্রেরীতে হেটে বইয়ের র্যাক থেকে বই খুঁজে বের করে পড়া নাকি যখনেই আপনার বই পড়ার দরকার কমান্ড দেয়ার সাথে ম্যাজিকের মাধ্যমে বই আপনার সামনে এসে আপনা আপনি খুলে যাওয়া, কোনটি সবচেয়ে দ্রুততম সিস্টেম? নিঃসন্দেহে দ্বিতীয়টি। ঠিক তেমনি ভাবে বলা যায় এইচডিডি (HDD) চেয়ে এসএসডি(SSD) সেরা।
এইচডিডি (HDD)
এইচডিডি (HDD) বা Hard Disk Drive প্রথম বাজারে আসে আইবিএম হাত ধরে ১৯৫৬ সালে। প্রায় ৬০ বছর ধরে এই ড্রাইব যুগে যুগে আমাদের কাজ করে দিয়েছে। মুলত ম্যাগ্নেটিসম বা চুম্বকত্ব ব্যবহার করে ডাটা সংরক্ষন করে একটা গোলাকার থালার মত ডিভাইসে এবং একটা মেকানিক্যাল হেড এই ঘুরতে থাকা ডিভাইসে থেকে তথ্য পড়ে এবং সংরক্ষন করে। ডিভাইসের ঘুর্ণন গতি যত বেশী ততবেশি দুত এইচডিডি (HDD) তথ্য লেনদেন করতে পারে। এসএসডি(SSD) যেখানে নিমিষে ডাটা লেনদেন করতে পারে সেখানে এইচডিডি (HDD) অনেক কম।
এসএসডি (SSD) ও এইচডিডি (HDD) এর মধ্যে পার্থক্যঃ
১। এসএসডি (SSD) হার্ড- ড্রাইভ থেকে প্রায় ২০গুন ফাস্ট যা ওয়েবসাইটের লোডিং স্পীড বহুগুণে বাড়িয়ে দেয়। হার্ডড্রাইভের তুলনায় গরম হয় কম এবং এটি অধিক নির্ভরযোগ্য।পক্ষান্তরে এইচডিডি (HDD) এসএসডি (SSD) তুলনায় প্রায় ২০গুন স্লো এবং মুভিং পাস থাকার ফলে নষ্ট হওয়ার সম্ভবনা বেশি
২। হোস্টিং কোম্পানি এবং ই-কমার্স ব্যবসায়ীদের সফলাতার জন্য ওয়েব সাইটের লোডিং স্পীড খুবই গুরুত্তপুর্ন । পক্ষান্তরে এইচডিডি (HDD) থেকে এসএসডি (SSD) ওয়েব সাইটের লোডিং স্পীড অনেক ভালো ।
৩। এসএসডি (SSD) ব্যাবহারকারি ওয়েবসাইট গুলো ভিজিটরদের ভালো ব্রাউজিং এর সুযোগ দেয়। যা SEO বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর জন্য খুবই কার্যকরী । পক্ষান্তরে এইচডিডি (HDD) SEO এর জন্য তেমনটা কার্যকরী নয় ।
৪। এসএসডি (SSD), ফাইল ওপেন এর গতিতে ৩০ গুন ফাস্ট এবং Operating System বুথ সময় নেয় ১০ থেকে ১৩ সেকেন্ড এবং ফাইল রিড বা রাইট স্পীড ২০০ সেকেন্ডে থেকে ৫৫০ এমবি। পক্ষান্তরে Operating System বুথ সময় নেয় ৩০-৪০ সেকেন্ড এবং ফাইল রিড বা রাইট স্পীড ৫০-১২০ এমবি।
৫। SSD চিপ ভিত্তিক ডিভাইস যার মধ্যে কোন মেকানিক্যাল যন্ত্র না থাকায় কোন সাউন্ড হয় না । পক্ষান্তরে হার্ডড্রাইভ তুলনামুলক গরম ও সাউন্ড হয় বেশি এবং এটির নির্ভরযোগ্যতা খুবই কম ।
৬। এছাড়া এসএসডি (SSD) ড্রাইভে ব্যবহারিত SATA এবং SAS , সাধারণ ড্রাইভ থেকে তুলনায় ২০%-৩০% কম বিদ্যুৎ ব্যয় করে । তাই এটির তাপমাত্রা নিয়ন্ত্রণে কম শক্তি ব্যয় করে। পক্ষান্তরে এইচডিডি (HDD), এসএসডি (SSD) তুলনায় ২০%-৩০% বেশি বিদ্যুৎ ব্যয় করে । তাই এটির তাপমাত্রা নিয়ন্ত্রণে বেশি খরচ হয় ।