Site icon Parthokko.com.bd | পার্থক্য | Difference Between

রাষ্ট্র এবং রাজ্যের মধ্যে পার্থক্য

রাষ্ট্র এবং রাজ্যের

রাষ্ট্র (State):

রাষ্ট্র বলতে এমন এক রাজনৈতিক সংগঠনকে বোঝায় যা কোন একটি ভৌগোলিক এলাকা ও তৎসংশ্লিষ্ট এলাকার জনগণকে নিয়ন্ত্রণ করার সার্বভৌম ক্ষমতা রাখে। রাষ্ট্র সাধারণত একগুচ্ছ প্রতিষ্ঠানের সমন্বয়ে গড়ে ওঠে। এসব প্রতিষ্ঠান কর্তৃপক্ষ হিসেবে সংশ্লিষ্ট ভৌগোলিক সীমার ভেতর বসবাসকারী সমাজের সদস্যদের শাসনের জন্য নিয়ম-কানুন তৈরি করে। যদিও একথা ঠিক যে রাষ্ট্র হিসেবে মর্যাদা পাওয়া না পাওয়া বহুলাংশে নির্ভর করে, রাষ্ট্র হিসেবে তার উপর প্রভাব রাখা ভিন্ন ভিন্ন রাষ্ট্রের স্বীকৃতির উপর।

ম্যাক্স ওয়েবারের প্রভাববিস্তারী সঙ্গানুযায়ী রাষ্ট্র হচ্ছে এমন এক সংগঠন যা নির্দিষ্ট ভূখণ্ডে আইনানুগ বলপ্রয়োগের সব মাধ্যমের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ রাখে, যাদের মধ্যে রয়েছে সশস্ত্রবাহিনী, নাগরিক, সমাজ, আমলাতন্ত্র, আদালত এবং আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী।

রাজ্য (Kingdom):

আপনি যদি “State” এই ইংরাজি শব্দের অর্থ দেখেন তবে দেখবেন এই শব্দটির অর্থ লেখা আছে রাজ্য,আবার দেশ বোঝাতে স্টেট বলা হয়। ভারত একটি দেশ,এই দেশ যে অঞ্চল গুলি নিয়ে গঠিত হয়েছে তাদের রাজ্য বলে। অঙ্গরাজ্য বলতে বোঝায় ভারতের রাজ্য গুলিকে বোঝায়। প্রদেশ বলতে বোঝায় প্রশাসনিক অঞ্চল। অতএব, সকল বিভাগ বা পর্বগুলি একত্রে শ্রেণিবিন্যাসে যে-সর্ববৃহৎ একক বা গোষ্ঠী গঠন করে, তাকে রাজ্য বা Kingdom বলে।

রাষ্ট্র এবং রাজ্যের মধ্যে পার্থক্যঃ

রাষ্ট্র এবং রাজ্যের মধ্যে অনেক বিষয়ে গভীর মিল থাকলেও এদের মধ্যে অনেকাংশ পার্থক্য পরিলক্ষিত হয়। নিচে রাষ্ট্র এবং রাজ্যের মধ্যে পার্থক্য দেখানো হয়েছে-

১। রাষ্ট্র বলতে একটি জাতিগোষ্ঠী বা নির্দিষ্ট অঞ্চল নিয়ে গঠিত রাজনৈতিক সংগঠনকে বোঝায় এবং তা একটি সরকারের অধীন। অন্যদিকে, রাজ্য বলতে এমন একটি দেশ,রাষ্ট্র বা নির্দিষ্ট অঞ্চলকে বোঝায় যার নিয়ন্ত্রণ ক্ষমতা রাজা অথবা রাণীর হাতে ন্যস্ত থাকে।

২। রাষ্ট্রের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে State। অন্যদিকে, রাজ্যের ইংরেজি প্রতিশব্দ হচ্ছ Kingdom।

৩। রাষ্ট্র এমন এক রাজনৈতিক সংগঠনকে বোঝায় যা কোন একটি ভৌগোলিক এলাকা ও তৎসংশ্লিষ্ট এলাকার জনগণকে নিয়ন্ত্রণ করার সার্বভৌম ক্ষমতা রাখে। অন্যদিকে, রাজ্য যে কোনো দেশ বা জাতীয় কিছু বোঝায়।

৪। রাষ্ট্র সাধারণত একগুচ্ছ প্রতিষ্ঠানের সমন্বয়ে গড়ে ওঠে। অন্যদিকে, রাজ্য কয়েকটি অংগরাজ্যের সমন্বয়ে গড়ে ওঠে।

৫। রাষ্ট্র হওয়ার ৪ টি উপাদান,১ . নির্দিষ্ট ভূমি, ২. জনসংখ্যা ৩. সরকার ৪.সার্বভৌমত্ব। অন্যদিকে, রাজ্য হচ্ছে এমন একটি entity যার ৪ নং উপাদান মানে সার্বভৌমত্ব নেই। একাধিক প্রদেশ বা রাজ্য মিলে রাষ্ট্র গঠিত হতে পারে। যাদের একক সার্বভৌমত্ব থাকবে। যেমন- মিয়ানমারের রাখাইন রাজ্যের তিনটি উপাদান থাকলেও তাদের কতো প্রতিরক্ষা নেই। এর জন্য কেন্দ্রের উপর নির্ভরশীল হতে হয়।

Exit mobile version