Site icon Parthokko.com.bd | পার্থক্য | Difference Between

মোট, গড় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে পার্থক্য

মোট ব্যয় (Total Cost):

কোন নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট পরিমাণ দ্রব্য উৎপাদনের জন্য উৎপাদনকারী উপকরণ বাবদ যে ব্যয় করে তাকে মোট ব্যয় (Total Cost) বলে। উৎপাদন ব্যয় সাধারণত: উৎপাদনের পরিমাণের উপর নির্ভরশীল। উৎপাদনের পরিমাণ কম বেশী হলে উপকরণ ব্যয় ও কম বেশী হয়। স্বল্পকালীন সময়ে মোট উৎপাদন ব্যয়ের মধ্যে স্থির উপকরণ ব্যয় এবং পরিবর্তনশীল উপকরণ ব্যয় অন্তর্ভ‚ক্ত থাকে। অর্থাৎ মোট ব্যয় (Total Cost) = স্থির ব্যয় + পরিবর্তনশীল ব্যয়
বা TC=TFC+TVC

গড় ব্যয় (Average Cost):

কোন নির্দিষ্ট সময়ে কোন একটি দ্রব্যের মোট উৎপাদন ব্যয়কে মোট উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করলে গড় ব্যয় পাওয়া যায়। অর্থাৎ আমরা বলতে পারি, কোন দ্রব্যের প্রতি একক উৎপাদন করতে যে ব্যয় হয় তাকেই গড় ব্যয় বলে। গড় ব্যয়কে সাধারণত: AC দ্বারা প্রকাশ করা হয়। সুতরাং গড় ব্যয় (Average Cost) হলো AC = TC/Q

প্রান্তিক ব্যয় ((Marginal Cost):

কোন একটি নির্দিষ্ট সময়ে কোন একটি দ্রব্যের অতিরিক্ত এক একক উৎপাদন করতে যে অতিরিক্ত ব্যয় হয় তাকে প্রান্তিক বলে। সুতরাং প্রান্তিক ব্যয় (Marginal Cost হলো- MC = ΔTC/ΔQ

মোট, গড় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে পার্থক্যঃ

১। একটি নির্দিষ্ট সময়ে কোন একটি দ্রব্য উৎপাদনের জন্য যে সব ব্যয় হয় সেগুলোর সমষ্টিই হলো মোট ব্যয়। আর ঐ দ্রব্যের প্রতি একক উৎপাদন করতে যে ব্যয় হয় তাকে গড় ব্যয় বলে। অপরপক্ষে, ঐ দ্রব্যের অতিরিক্ত এক একক উৎপাদনের জন্য অতিরিক্ত যে পরিমাণ ব্যয় বৃদ্ধি হয় তাকে প্রান্তিক ব্যয় বলে।

২। সূত্রাগত পার্থক্য হলো- TC=TFC+TVC, AC = TC/Q এবং MC = ΔTC/ΔQ ।

৩। মোট ব্যয় প্রথমে ক্রমহ্রাসমান হারে বাড়তে থাকলেও গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় উভয়ই কমতে থাকে। অর্থাৎ প্রথম দিকে গড় ও প্রান্তিক ব্যয় ক্রমহ্রাসমান।

৪। AC রেখার সর্বনিম্ন বিন্দুর আগে AC > MC হয়। কিন্তু অঈ রেখার সর্বনিম্ন বিন্দুর পরে MC >AC । AC রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে MC রেখা AC রেখাকে ছেদ করে উপরে উঠে যায়।

Exit mobile version