মোট উপযোগ
কোনও নির্দিষ্ট সময়ে বা একটি নির্দিষ্ট সময়কালে কোনও ভাল বা পরিষেবার বিভিন্ন ইউনিটের ব্যবহার থেকে গ্রাহক দ্বারা প্রাপ্ত সামগ্রিক তৃপ্তি মোট উপযোগ হিসাবে পরিচিত হয় বা পর্যায়ক্রমে “সম্পূর্ণ তৃপ্তি” নামে পরিচিত । সহজ ভাবে বলা যায় যে, মোট উপযোগ হলো সমস্ত প্রান্তিক উপযোগগুলির সামগ্রিক। সাধারণভাবে মোট প্রতিটি ইউটিলিটি বৃদ্ধি পায় এবং প্রতিটি অতিরিক্ত ইউনিট গ্রাস করা হয়।
মোট উপযোগ :
TU = U 1 + U 2 + U 3 +——-+ U n
বা TU = ƩMU
যেখানে, TU = মোট উপযোগ(Total Utility)
n = পণ্য সংখ্যা
U 1, U 2, U 3 = পণ্য ব্যবহারের মোট সম্পর্কিত উপযোগিতা
MU = প্রান্তিক উপযোগ
প্রান্তিকউপযোগ
প্রান্তিক উপযোগ (Marginal Utility) বলতে কোনো নির্দিষ্ট সময়ে ঐ দ্রব্য বা সেবার অতিরিক্ত এক একক ভোগের দরুন মোট উপযোগের যে বৃদ্ধি হয় তা বোঝানো হয়ে থাকে। প্রান্তিক উপযোগ বিধি অনুসারে, কোন পণ্য বা সেবা সেই পরিমাণ ভোগ করাই মানুষের পক্ষে যৌক্তিক যখন প্রান্তিক উপযোগের মান প্রান্তিক ব্যয়ের সমান হয়।
ফিলিপ উইক্সটিডের মতে, প্রান্তীয় বিবেচনা হল এমন বিবেচনাসমূহ যা আমাদের ব্যয়, মূলধন উপযোগ ইত্যাদির অতি ক্ষুদ্র বৃদ্ধি বা হ্রাস সম্পর্কিত আলোচনা। উপযোগ হল কোন দ্রব্য বা সেবার অভাব পূরণের ক্ষমতা। কোন ব্যক্তি যদি একটি কমলা কিনে তা থেকে ৫ টাকার সমান উপযোগ লাভ করে এবং দ্বিতীয় কমলা কিনে তা থেকে ৮ টাকার সমান উপযোগ লাভ করে তাহলে প্রান্তিক উপযোগ হবে ৮-৫=৩ টাকার সমান উপযোগ।
প্রান্তিক উপযোগ
যেখানে, MU = প্রান্তিক উপযোগ (Marginal Utility)
UTU x = TU এর পরিবর্তন
∆Q x = 1 ইউনিট পরিমাণের পরিবর্তন।
মোট এবং প্রান্তিক উপযোগের মধ্যে মূল পার্থক্যঃ
১। কোনো নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত তৃপ্তির সমষ্টিকে মোট উপযোগ বলে। পক্ষান্তরে প্রান্তিক উপযোগ (Marginal Utility) বলতে কোনো নির্দিষ্ট সময়ে ঐ দ্রব্য বা সেবার অতিরিক্ত এক একক ভোগের দরুন মোট উপযোগের যে বৃদ্ধি হয় তা বোঝানো হয়ে থাকে।
২। গাণিতিক প্রতীকের ক্ষেত্রে পার্থক্য হলো
মোট উপযোগ (TU) = U 1 + U 2 + U 3 +——-+ U n
বা TU = ƩMU
যেখানে, TU = মোট উপযোগ(Total Utility)
n = পণ্য সংখ্যা
U 1, U 2, U 3 = পণ্য ব্যবহারের মোট সম্পর্কিত উপযোগিতা
MU = প্রান্তিক উপযোগ
পক্ষান্তরে প্রান্তিক উপযোগ
যেখানে, MU = প্রান্তিক উপযোগ (Marginal Utility)
UTU x = TU এর পরিবর্তন
∆Q x = 1 ইউনিট পরিমাণের পরিবর্তন।
৩। মোট উপযোগ যখন ক্রমহ্রাসমান হারে বাড়ে, তখন প্রান্তিক উপযোগ হ্রাস পেতে থাকে।
৪। মোট উপযোগ চাহিদা নির্ণয়ে ভূমিকা রাখে না, কিন্তু প্রান্তিক উপযোগ চাহিদা নির্ণয়ে ভূমিকা রাখে।
৫। মোট উপযোগ যখন সর্বাধিক হয়, তখন প্রান্তিক উপযোগ শূন্য হয়।