ট্রাকিড (Tracheid):
ট্রাকিড এর কোষ গুলি সরু, লম্বা ও নলাকার। এর উভয় প্রান্ত সরু এবং প্রস্থ প্রাচীর বাঁকা বা তির্যক (oblique) তবে সূঁচালো নয়। পরিণত অবস্থায় এদের প্রোটোপ্লাজম থাকে না বলে এরা মৃত কোষ। ট্রাকিড কোষ গুলো প্রান্তে প্রান্তে যুক্ত হয়ে থাকে। কোষ প্রাচীর স্থুল, শক্ত ও লিগনিনযুক্ত। কোষপ্রাচীরের এই‚ স্থুলীকরণ বলয়াকার, সর্পিলাকার, সোপানাকার, জালিকাকার ও কূপাকার হতে পারে। টেরিডোফাইট ও জিমনোসপার্মে জাইলেমের প্রধান উপাদান ট্রাকিড কারণ সেখানে ভেসেল থাকে না।
ট্রাকিয়া (Trachea ):
ট্রাকিয়া অ্যানজিওস্পার্ম উদ্ভিদের জাইলেম টিস্যুর প্রধান উপাদান। এর কোষ গুলি সাধারণত মোটা ও খাটো। এরা একটির সাথে অপরটি যুক্ত হয়ে এবং এদের প্রস্থ প্রাচীর বিলুপ্তির ফলে লম্বা ফাঁপা নলের মত তৈরি হয়। ভেসেল কোষের পরিপূর্ণতার সময় প্রোটোপ্লাজম বিনষ্ট হয়ে যায় তাই পরিণত অবস্থায় এরা মৃত কোষ। এদের কোষ প্রাচীর লিগনিনযুক্ত এবং ট্রাকিডের মত এদরও বলয়াকার সর্পিলাকার, জালিকাকার মই আকার ও কূপাকার হতে পারে। নলাকার ট্রাকিয়ার গহ্বরের আকারের ভিত্তিতে ট্রাকিয়া দুরকম যথা- প্রোটোজাইলেম ও মেটাজাইলেম। সরু ব্যাস বিশিষ্ট ট্রাকিয়াকে প্রোটোজাইলেম এবং মোটা ব্যাস বিশিষ্ট ট্রাকিয়াকে মেটাজাইলেম বলে।
প্রধানত অ্যানজিওস্পার্মে ট্র্যাকিয়া থাকে।Winteraceae, Tetracentraceae, Trochodendraceae প্রভৃতি অ্যানজিওস্পার্মে ট্র্যাকিয়া নেই। টেরিডোফাইট ও জিমনোস্পার্মে সাধারণত ট্রাকিয়া থাকে না তবে টেরিডোফাইটার এবং জিমনোস্পার্মের Gnetum জাইলেম টিস্যুতে ট্র্যাকিয়া থাকে।
ট্রাকিড ও ট্রাকিয়ার মধ্যে পার্থক্যঃ
ট্রাকিয়া অ্যানজিওস্পার্ম উদ্ভিদের জাইলেম টিস্যুর প্রধান উপাদান। এর কোষ গুলি সাধারণত মোটা ও খাটো। ট্রাকিড ও ট্রাকিয়ার মধ্যে পার্থক্য নিম্নরূপ-
১। ট্রাকিড একটি মাত্র কোষ থেকে উৎপন্ন হয়। অন্যদিকে, ট্রাকিয়া অনেকগুলি কোষ থেকে উৎপন্ন হয়।
২। ট্রাকিড এর কোষপ্রাচীর অপেক্ষাকৃত স্থুল। অন্যদিকে, ট্রাকিয়ার কোষপ্রাচীর কম স্থুল।
৩। ট্রাকিড এর কোষগুলি দীর্ঘ ও উভয় প্রান্ত সরু। অন্যদিকে, ট্রাকিয়ার কোষগুলি নলাকার।
৪। ট্রাকিড এর কোষগুলির প্রান্তপ্রাচীর বর্তমান । অন্যদিকে, ট্রাকিয়ার কোশগুলির প্রান্তপ্রাচীর বর্তমান নয়।
৫। ট্রাকিডের সংবহন কলাযুক্ত সকল উদ্ভিদে বর্তমান। অন্যদিকে, ট্রাকিয়া শুধুমাত্র গুপ্তজীবি উদ্ভিদে বর্তমান।
৬। ট্রাকিডের কোষ কক্ষ সংকীর্ণ। অন্যদিকে, কোষ কক্ষ প্রসস্থ।