একক ব্যাংকিং (Unit banking):
যে ব্যাংকিং ব্যবস্থায় কেবলমাত্র একটি অফিসের মাধ্যমে ব্যাংকিং কার্যাবলী পরিচালনা করা হয় তাকে একক ব্যাংকিং বলা হয়৷ অর্থাৎ ব্যাংক শুধুমাত্র একটি অফিসের মাধ্যমে কোন নির্দিষ্ট এলাকা বা জনগোষ্ঠীর মধ্যে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে থাকে তাকে একক ব্যাংকিং বলা হয়। একটি মাত্র শাখা বা অফিসের মাধ্যমে এই ব্যাংক সেবা প্রদান করে বলে এর পরিধি ও সীমাবদ্ধ হয়ে থাকে। এ ধরনের ব্যাংককে সাধারণত এক মালিকানার ব্যাংক বলা হয়। তবে একক ব্যাংকিং অংশীদারি ও যৌথ মূলধনী কোম্পানিও হতে পারে। আমাদের দেশে কোন একক ব্যাংকিং নেই। যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম একক ব্যাংকিং প্রথার প্রচলন শুরু হয়।
শাখা ব্যাংকিং (Branch banking):
যে ব্যাংক একটিমাত্র কেন্দ্রীয় অফিসের নিয়ন্ত্রণে থেকে অনেকগুলো শাখা অফিসের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে শাখা ব্যাংক বলে। অন্যভাবে বলা যায়, যে ব্যাংক দেশে-বিদেশে একই নামে অনেকগুলো শাখা অফিস খুলে একটিমাত্র কেন্দ্রীয় অফিসের মাধ্যমে শাখাগুলো পরিচালনা ও নিয়ন্ত্রণ করে সেই ব্যাংককে শাখা ব্যাংক বলে। সাধারনত কোম্পানি সংগঠন হিসেবে শাখা ব্যাংক গঠিত হয়। শেয়ারহোল্ডারদের নির্বাচিত পরিচালনা পর্ষদ ব্যাংক পরিচালনা করে থাকে। প্রধান শাখার নির্দেশে অন্যান্য শাখা ব্যাংকগুলো পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। কার্যক্ষেত্র বিকেন্দ্রীভূত থাকলে প্রতিটি শাখা ব্যাংকের আদর্শ, নীতি অভিন্ন হয়। মোটকথা প্রধান শাখার প্রতিনিধি হিসেবে শাখা ব্যাংকগুলো কার্যাবলী সম্পাদন করে থাকে। নিম্নে শাখা ব্যাংকিং সম্পর্কে কয়েকজন বিশেষজ্ঞের মন্তব্য তুলে ধরা হলো-
অধ্যাপক ম্যাকলিয়েড এর মতে- Branch banking system is that system of banking which controls and maintain many branches eithers the country or in abroad. Those banks are only the agents of any particular Bank.
অধ্যাপক জে এল হ্যানস এর মতে- A banking system with a small number of banks each with a large number of branches is known as branch banking.
একক ব্যাংকিং ও শাখা ব্যাংকিং এর মধ্যে পার্থক্যঃ
কার্যগত দিক থেকে একক ও শাখা ব্যাংকিং এর মধ্যে অধিকাংশে মিল রয়েছে। তবে কাঠামো ও পরিচালনাসহ বিভিন্ন ক্ষেত্রে অনেক পার্থক্য রয়েছে।একক ব্যাংকিং ও শাখা ব্যাংকিং এর মধ্যে পার্থক্য নিম্নরূপ-
১। যে ব্যাংকিং ব্যবস্থায় কেবলমাত্র একটি অফিসের মাধ্যমে ব্যাংকিং কার্যাবলী পরিচালনা করা হয় তাকে একক ব্যাংকিং বলা হয় ৷ অন্যদিকে, যে ব্যাংক একটিমাত্র কেন্দ্রীয় অফিসের নিয়ন্ত্রণে থেকে অনেকগুলো শাখা অফিসের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে তাকে শাখা ব্যাংক বলে।
২। একক ব্যাংক ক্ষুদ্রায়তন প্রকৃতির ৷ অন্যদিকে, শাখা ব্যাংকিং বৃহদায়তন প্রকৃতির ৷
৩। একক ব্যাংক এর উৎপত্তিস্থল মার্কিন যুক্তরাষ্ট্র এবং সেখানে এর প্রচলন অধিকহারে পরিলক্ষিত হয়। অন্যদিকে, শাখা ব্যাংকের উৎপত্তি স্থল যুক্তরাজ্যে এবং সারা বিশ্বের প্রচলন রয়েছে ৷
৪। একক ব্যাংকিং একক মালিকানা বা প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে গঠিত হয়ে থাকে ৷ অন্যদিকে, শাখা ব্যাংক সাধারণত অধিকাংশ ক্ষেত্রে যৌথ মূলধনী কোম্পানি হিসেবে গঠিত হয়ে থাকে ৷
৫। একক ব্যাংকিং এর আইনগত ক্ষেত্রে দুর্বল ৷ অন্যদিকে, শাখা ব্যাংকের আইনগত ক্ষেত্রে বেশ মজবুত ও শক্তিশালী ৷
৬। একক ব্যাংকের গঠন পদ্ধতি অপেক্ষাকৃত সহজ ৷ অন্যদিকে, শাখা ব্যাংকের গঠন পদ্ধতি তুলনামূলকভাবে জটিল ৷
৭। একক ব্যাংক এর কার্যাদি একটি নির্দিষ্ট এলাকার মধ্যে সীমিত থাকে ৷ অন্যদিকে, শাখা ব্যাংক এর কার্যাদি দেশে-বিদেশে বিস্তৃত৷
৮। একক ব্যাংকের ব্যবসায়িক ঝুঁকি শাখা ব্যাংকের তুলনায় অনেক বেশি ৷ অন্যদিকে, শাখা ব্যাংকের ঝুঁকি একক ব্যাংক থেকে অনেক কম ৷
৯। একক ব্যাংকের কোন শাখা না থাকায় অর্থ স্থানান্তরে সমস্যা সৃষ্টি হয় ৷ অন্যদিকে, শাখা ব্যাংকের বিভিন্ন অঞ্চলে শাখা থাকায় অর্থ স্থানান্তরে কোন সমস্যার সৃষ্টি হয় না ৷
১০। একক ব্যাংক এলাকা ভিত্তিক হওয়ার কারণে এর সুদের হারের তারতম্য পরিলক্ষিত হয় ৷ অন্যদিকে, শাখা ব্যাংকের সুদের হারের কোন তারতম্য হয় না ৷