Site icon Parthokko.com.bd | পার্থক্য | Difference Between

ভেদাঙ্ক ও বিভেদাঙ্কর মধ্যে পার্থক্য

ভেদাঙ্ক ও বিভেদাঙ্কর

ভেদাঙ্ক (Variance):

পরিমিত ব্যবধানকে বর্গ করলে যে মান পাওয়া যায় তাকে ঐ তথ্য সারির ভেদাঙ্ক বলে। পরিমিত ব্যবধান  δ হলে, ভেদাঙ্ক হবে δ2।যেহেতু, ভেদাঙ্ক = (পরিমিত ব্যবধান)

δ ভেদাঙ্ক δ2= (পরিমিত ব্যবধান)

উদাহরণস্বরূপ, আমরা পূর্বের উদাহরণ দেখেছি পরিমিত ব্যবধান = ১.৭৩২

অতএব, ভেদাঙ্ক = (পরিমিত ব্যবধান)

δভেদাঙ্ক δ2= (১.৭৩২) = ৩

বিভেদাঙ্ক (Coefficient of Variation)

কোন তথ ̈সারির পরিমিত ব্যবধান ও গাণিতিক গড়ের অনুপাতকে শতকরায় প্রকাশ করলে যে মান পাওয়া যায় তাকে বিভেদাঙ্ক বলে। অর্থাৎ কোন তথ্য সারির পরিমিত ব্যবধানকে গাণিতিক গড় দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে ১০০ দ্বারা গুণ করলে বিভেদাঙ্ক পাওয়া যায়।

বিভেদাঙ্ক = δ/X *100

অতএব, বিভেদাঙ্ক = পরিমিত ব্যবধান/গাণিতিক গড় X ১০০

ভেদাঙ্ক ও বিভেদাঙ্কর মধ্যে পার্থক্য:

পরিমিত ব্যবধানকে বর্গ করলে যে মান পাওয়া যায় তাকে ঐ তথ্য সারির ভেদাঙ্ক বলে। ভেদাঙ্ক ও বিভেদাঙ্কর মধ্যে পার্থক্য নিচে আলোচনা করা হয়েছে-

Exit mobile version