ভ্যাট (VAT)
কোনো করযোগ্য পণ্য বা সেবার উৎপাদন বা ক্রয়, প্রক্রিয়াজাতকরণ, বিক্রয় প্রভৃতি পর্যায়ে সংযোজিত মূল্যের উপর যে কর আরোপ করা হয় তাই মূল্য সংযোজন কর বা Value Added Tax বা VAT। অন্যভাবে বলা যায়, উৎপাদনকারী কর্তৃক পণ্যের কাচাঁমাল বা উপকরণকে বিক্রয়যোগ্য পণ্যে রূপান্তর করার জন্যে উক্ত কাচাঁমালের সাথে যে রূপান্তর ব্যয় (যেমন মজুরি, পরিবহন খরচ, কারখানা খরচ প্রভৃতি) যুক্ত করা হয় তাকে বলা হয় মূল্য সংযোজন এবং এ সংযোজিত মূল্যের উপর আরোপকৃত করকে বলা হয় Value Added Tax বা ভ্যাট (VAT)।
অর্থাৎ ভ্যাট (VAT) = মোট উৎপাদন মূল্য – মোট উপকরণ মূল্য
এবং ভ্যাট (VAT) = মূল্য সংযোজন × করের হার
ট্যাক্স (Tax):
ল্যাটিন শব্দ ‘ট্যাক্সার’ ব্যুৎপত্তিগতভাবে ইংরেজি ‘ট্যাক্স’ শব্দের সাথে সম্পর্কযুক্ত, যার অর্থ মূল্য আদায় করা। অভিধানে কর শব্দের অর্থ হলো রাষ্ট্র কর্তৃক বাধ্যতামূলকভাবে আদায়কৃত আর্থিক অবদান। কর কোনো অর্থদন্ড নয়, তবে এ হলো পূর্বনির্ধারিত পদ্ধতিতে বেসরকারি খাত থেকে সরকারি খাতে বাধ্যতামূলক স্থানান্তরিত সম্পদ।
ট্যাক্স হল একটি আজ্ঞাধীন আর্থিক মূল্য। কর সরকারি রাজস্বের একটি প্রধান উৎস, যা দ্বারা দেশের রাজস্ব ও উন্নয়নমূলক ব্যয় নির্বাহ করা হয় এবং যার মাধ্যমে দেশে আয়ের পুনর্বণ্টন, মূল্যের স্থিতিশীলতা রক্ষা, ক্ষতিকর ভোগ নিরুৎসাহিতকরণ ইত্যাদি আর্থ-সামাজিক উদ্দেশ্য সাধিত হয়। করারোপ সরকারি অর্থসংস্থানের অন্যান্য উৎস, যেমন- টাকার নোট ও মুদ্রা ছাপানো, পণ্যদ্রব্য ও সেবার বিনিময়ে মূল্যগ্রহণ এবং ঋণগ্রহণের অনুপূরক হিসেবে কাজ করে থাকে।
ভ্যাট ও ট্যাক্স এর মধ্যে পার্থক্যঃ
ভ্যাট ও ট্যাক্স বিষয় দুটি একই মনে হলেও এদের মধ্যে বেশিষ্ট্যগত পার্থক্য রয়েছে। নিচে ভ্যাট ও ট্যাক্স এর মধ্যে পার্থক্য আলোচনা করা হয়েছে-
১. কোনো করযোগ্য পণ্য বা সেবার উৎপাদন বা ক্রয়, প্রক্রিয়াজাতকরণ, বিক্রয় প্রভৃতি পর্যায়ে সংযোজিত মূল্যের উপর যে কর আরোপ করা হয় তাই মূল্য সংযোজন কর বা Value Added Tax বা VAT।
অন্যদিকে, কোনো চাকুরিজীবী, প্রতিষ্ঠান বা একজন ব্যবসায়ী যখন এক বছরে যে পরিমাণ আয় করে তার উপর সরকারকে যে নিদিষ্ট পরিমাণ কর দিতে হয় তাকে ট্যাক্স (Tax) বলে।
২. ইনকাম ট্যাক্স অর্থ আয়কর। অন্যদিকে, Value Added Tax সংক্ষেপে VAT (ভ্যাট) অর্থাৎ মূল্য সংযোজন কর (মূসক)।
৩. VAT হচ্ছে পন্যের মূল্য সংযোজন এর উপর যে কর। অন্যদিকে, Tax হল সরকারের সব ধরনের ব্যয় নিবারনের জন্য জনগণের কাছ থেকে আদায়কৃত টাকা।
৪. একটি প্রতিষ্ঠান, একজন চাকরিজীবী অথবা একজন ব্যবসায়ীর নির্দিষ্ট সীমার মধ্যে যে আয় হয়, তার ওপর সরকারকে নির্দিষ্ট কর দিতে হয়। অন্যদিকে, উৎপাদন, আমদানিকৃত বা সরবরাহকৃত সকল পণ্য ও সেবার উপর ভ্যাট প্রযোজ্য।