বাতিল চুক্তি বা সম্মতি (Void Agreement):
চুক্তি আইনের ২ (ছ) ধারা মতে – যে সকল সম্মতি আইনের সাহায্যে বলবৎ করা যায় না, তাকে বাতিল সম্মতি বলা হয়। এরূপ সম্মতি শুরু হতেই বাতিল বলে পক্ষদ্বয়ের মধ্যে কোন দায় সৃষ্টি করে না।
বাতিলযোগ্য চুক্তি (Voidable agreement):
ক্ষতিগ্রস্থ পক্ষের ইচ্ছে অনুসারে যে চুক্তি বাতিল করা যায় তাকে বাতিলযোগ্য চুক্তি বলে। তবে যতোক্ষণ ঐ পক্ষ চুক্তি বাতিল ঘোষণা না করে ততক্ষণ পর্যন্ত ইহা আইনত বলবৎযোগ্য। চুক্তি আইনের ২ (ঝ) ধারা মতে – যে সকল সম্মতি এক বা একাধিক পক্ষের ইচ্ছে অনুসারে বলবৎযোগ্য হয়, কিন্তু অপর পক্ষের ইচ্ছে অনুসারে বলবৎযোগ্য হয় না, তাকে বাতিলযোগ্য সম্মতি বলে।
সাধারণত অনুচিত প্রভাব, বলপ্রয়োগ, প্রতারণা বা মিথ্যা বর্ণনার দ্বারা আদায়কৃত সম্মতিগুলোই পরবর্তীতে বাতিলযোগ্য সম্মতি বলে গণ্য হয়। উল্লেখ্য যে, যার উপর এসব প্রয়োগ করে সম্মতি আদায় করা হয়েছে। তার ইচ্ছানুসারে এই সম্মতি বাতিলযোগ্য হয়।
বাতিল ও বাতিলযোগ্য সম্মতির মধ্যে পার্থক্যঃ
বাতিল ও বাতিলযোগ্য সম্মতি এক নয়। এদের মধ্যে বেশ কিছু বৈসাদৃশ্য রয়েছে, বাতিল ও বাতিলযোগ্য সম্মতির মধ্যে পার্থক্য নিচে দেখানো হয়েছে-
১. যে সব সম্মতি আইনের সাহায্যে বলবৎ করা যায় না, তাকে বাতিল সম্মতি বলে। অন্যদিকে, যে সম্মতি এক পক্ষের ইচ্ছে অনুসারে বলবৎযোগ্য, কিন্তু অপর পক্ষের ইচ্ছে অনুসারে বলবৎযোগ্য হয় না, তাকে বাতিলযোগ্য সম্মতি বলে।
২. আবশ্যকীয় উপাদানের অভাব থেকে বাতিল চুক্তি বা সম্মতি সৃষ্টি হয়। অন্যদিকে, বল প্রয়োগ, অনুচিত প্রভাব, প্রতারণা, মিথ্যা বর্ণনা ও ভুলের দ্বারা বাতিলযোগ্য চুক্তি সৃষ্টি হয়।
৩. বাতিল সম্মতি চুক্তিবদ্ধ বা সম্মতিবদ্ধ পক্ষগণের মধ্যে কোন অধিকার সৃষ্টি করতে পারে না। অন্যদিকে, বাতিলযোগ্য সম্মতি যতক্ষণ পর্যন্ত বাতিল ঘোষিত না হয়, ততক্ষণ পর্যন্ত পক্ষগণের মধ্যে অধিকার থাকবে।
৪. বাতিল সম্মতি অধিকার না থাকায় কোন পক্ষের মধ্যে কোন দায়-দায়িত্বের সৃষ্টি হয় না। অন্যদিকে, বাতিলযোগ্য সম্মতি বাতিল বলে ঘোষিত না হওয়া পর্যন্ত পক্ষগণের মধ্যে বৈধ দায় দায়িত্বের সৃষ্টি করে।
৫. বাতিল সম্মতির দ্বারা এক পক্ষ অপর পক্ষের নিকট প্রাপ্ত অধিকার বা স্বত্ব হস্তান্তর করলে, হস্তান্তরগ্রহীতা আইনসঙ্গত কোন স্বত্ব বা মালিকানা লাভ করবে না। অন্যদিকে, বাতিলযোগ্য সম্মতি বাতিল বলে ঘোষিত না হওয়া পর্যন্তকোন পক্ষ অপর পক্ষের নিকট তার প্রাপ্ত অধিকার বা স্বত্ব হস্তান্তর করলে এবং হস্তান্তরগ্রহীতা সরল বিশ্বাসের তা গ্রহণ করলে, সে বৈধ স্বত্ব লাভ করবে।
৬. বাতিল সম্মতি আইনগত বলবৎযোগ্য নয় বলে কোন পক্ষেরই ইহা পালনে বাধ্যবাধকতা থাকে না। অন্যদিকে, বাতিলযোগ্য সম্মতি বাতিলের অধিকার প্রাপ্ত পক্ষ ইহা পালনে বাধ্য যদি বাতিল না করে।
৭. বাতিল সম্মতি শুরুতেই বাতিল, তাই একে চুক্তি বলা যায় না। অন্যদিকে, বাতিলযোগ্য সম্মতি শুরুতেই বাতিল নয়। অধিকার প্রাপ্ত বা ক্ষতিগ্রস্থ পক্ষ শুধু বাতিল করতে পারে। অন্যথায় বৈধ চুক্তিতে রূপান্তরিত হয়।
৮. বাতিল সম্মতি কখনোই বৈধ চুক্তি হতে পারে না। অন্যদিকে, বাতিলযোগ্য সম্মতি বাতিল বলে ঘোষিত পবার পূর্ব পর্যন্তবৈধ চুক্তির রূপ লাভ করে।
৯. বাতিল সম্মতি বা চুক্তি বাতিল বা অবৈধ হলে এবং তা দ্বারা কোন পক্ষ উপকৃত হলে অপর পক্ষ তা ফেরৎ পায় না। অন্যদিকে, বাতিলযোগ্য সম্মতি দ্বারা কোন পক্ষ উপকার বা সুবিধা পেলে বাতিল ঘোষণার পর তা ফেরৎ পায়।