Site icon Parthokko.com.bd | পার্থক্য | Difference Between

বাতিল ও অবৈধ চুক্তির পার্থক্য

বাতিল চুক্তি (Void Agreement):
চুক্তি আইনের ২ (ছ) ধারা মতে – যে সকল সম্মতি আইনের সাহায্যে বলবৎ করা যায় না, তাকে বাতিল সম্মতি বলা হয়। এরূপ সম্মতি শুরু হতেই বাতিল বলে পক্ষদ্বয়ের মধ্যে কোন দায় সৃষ্টি করে না।

অবৈধ চুক্তি (Illegal agreement):
দেশের প্রচলিত আইনে অবৈধ বলে ঘোষিত কার্য সম্পাদনের জন্য কোন সম্মতি দেয়া হলে, তা শুরু থেকে বাতিল এবং এরূপ সম্মতিকে অবৈধ সম্মতি বলে। যেমন – কাউকে হত্যা, হাইজ্যাক এবং চুরি-ডাকাতি করার সম্মতি অবৈধ। এরূপ সম্মতি বাংলাদেশ ফৌজদারী আইনের পরিপন্থী।

বাতিল ও অবৈধ চুক্তির পার্থক্যঃ

বাতিল ও অবৈধ চুক্তি এক নয়। এদের মধ্যে পার্থক্য বিরাজমান। তাই বাতিল ও অবৈধ চুক্তির পার্থক্য নিচে দেখানো হয়েছে-

১. যে সব সম্মতি আইনের সাহায্যে বলবৎ করা যায় না তাকে বাতিল সম্মতি বলে। অন্যদিকে, দেশের প্রচলিত আইনে অবৈধ বলে ঘোষিত কার্য সম্পাদনের কোন সম্মতি দেয়া হলে তা শুরু থেকে বাতিল এবং এরূপ সম্মতিই অবৈধ সম্মতি।

২. বাতিল সম্মতি অবৈধ নাও হতে পারে। যেমন – সম্মতিতে নিশ্চয়তার অভাবে সম্মতি বাতিল হতে পারে কিন্তু তা অবৈধ নয়। অন্যদিকে, অবৈধ সম্মতি শুরু হতেই বাতিল। এই সম্মতি ফৌজদারী আইনেরও পরিপন্থী।

৩. সম্মতি বাতিল সম্মতির মূল অংশ বাতিল হলেও ইহার প্রাসঙ্গিক ও আনুষঙ্গিক অন্যান্য সম্মতি
বৈধ হতে পারে। অন্যদিকে, কোন অবৈধ সম্মতির মূল অংশ অবৈধ হলে ইহার প্রাসঙ্গিক ও আনুষঙ্গিক সম্মতিও অবৈধ হবে।

Exit mobile version