ওয়েবসাইট ও ব্লগের মধ্যে পার্থক্য

ওয়েবসাইট (website):

একই ডোমেইনের অধীনে একাধিক ওয়েব পেইজের সমসষ্টকে ওয়েবসাইট বলে। একই ডোমেইনের অধীনে একাধিক ওয়েবপেজের সমষ্টিকে ওয়েবসাইট (Website) বলে। উদাহরণস্বরূপ বলা যায়, অ্যামাজন নামক কোম্পানির www.amazon.com ওয়েবসাইটটিতে কতগুলো ওয়েবপেজ যেমন-Home, About Us, Contact Us, Products, Services, FAQ’S এবং অন্যান্য বিভিন্ন পেজ রয়েছে যেগুলো লিংক দ্বারা পরস্পরের সাথে যুক্ত।

Ask.com সংজ্ঞানুসারে ওয়েবসাইট হলো- A website is collection of related web pages and they contain text, images and other graphics that users can view.ওয়েবসাইটে ঢুকলে যে পেজটি প্রদর্শিত হয় সেটিকে হোমপেজ বলে।

ব্লগ (Blog):

ব্লগ হল এক ধরনের অনলাইন ব্যক্তিগত দিনলিপি বা ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা। ব্লগ শব্দটি ইংরেজ Blog এর বাংলা প্রতিশব্দ, যা এক ধরণের অনলাইন জার্নাল । ইংরেজি Blog শব্দটি আবার Weblog এর সংক্ষিপ্ত রূপ। যিনি ব্লগে পোস্ট করেন তাকে ব্লগার বলার হয়। ব্লগাররা প্রতিনিয়ত তাদের ওয়েবসাইটে কনটেন্ট যুক্ত করেন আর ব্যবহারকারীরা সেখানে তাদের মন্তব্য করতে পারেন।

এছাড়াও সাম্প্রতিক কালে ব্লগ ফ্রিলান্স সাংবাদিকতার একটা মাধ্যম হয়ে উঠছে। সাম্প্রতিক ঘটনাসমূহ নিয়ে এক বা একাধিক ব্লগাররা তাদের ব্লগ হালনাগাদ করেন। যে সমস্ত ওয়েবসাইট এবং ব্লগিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে একটি ব্লগ তৈরি করা যায়, এগুলোকে ব্লগিং প্ল্যাটফর্ম বলা হয়। বর্তমানে কিছু জনপ্রিয় ব্লগিং প্লাটফর্মের মধ্যে গুগলের ব্লগার, ওয়ার্ডপ্রেস অন্যতম।

ওয়েবসাইট ও ব্লগের মধ্যে পার্থক্যঃ

ওয়েবসাইট ও ব্লগের মধ্যে কিছুটা মিল থাকলেও এদের মধ্যে অনেক অমিল আছে। তাই ওয়েবসাইট ও ব্লগের মধ্যে পার্থক্য নিম্নরূপ-

১। একই ডোমেইনের অধীনে একাধিক ওয়েব পেইজের সমসষ্টকে ওয়েবসাইট বলে। অন্যদিকে ব্লগ হল এক ধরনের অনলাইন ব্যক্তিগত দিনলিপি বা ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা।

২। একটি ওয়েবসাইট তৈরির খরচ আরো বেশি লাগে কারণ এটি ওয়েব স্পেস, সার্ভার, ওয়েব ডিজাইনার, কনটেন্টের লেখক ইত্যাদি অন্তর্ভুক্ত করে। অন্যদিকে ব্লগগুলি খুব কম খরচে বা ব্লগার এবং ওয়ার্ডপ্রেস ।

৩। Website অনেক বেশি Versatile. অন্যদিকে Blog এতটা Customizable না।

৪। Website তৈরী এবং Maintenance করার জন্য অবশ্যই Coding Knowledge লাগবে। অন্যদিকে ব্লগে খুব একটা দরকার হয় না।

৫। ব্লগ একটা ফরমাল মাধ্যম। এখানে ভিজিটরদের কমেন্ট করার অপশন সাধারণত থাকে না। এতে প্রতিষ্ঠান শুধু নিজের Product/ Service, Information শেয়ার করে থাকে।

৬।Website এর Contents ব্লগ এর মত এত দ্রুত পরিবর্তন হয় না। নতুন নতুন পোস্টও প্রতিদিন দেয়া হয় না। শুধুমাত্র দরকারী তথ্যগুলোই এখানে শেয়ার করা হয়।


Technological সংক্রান্ত আরো পার্থক্য পড়ুনঃ Technology

আরোও পার্থক্য পড়ুনঃ রম্বস ও সামান্তরিকের মধ্যে পার্থক্যকার্ডিয়াক এবং কঙ্কাল পেশীর মধ্যে পার্থক্যসম্পাদ্য এবং উপপাদ্যের মধ্যে পার্থক্যতথ্য ও উপাত্তের মধ্যে পার্থক্যগণিত এবং ফলিত গণিতের মধ্যে পার্থক্যঅক্ষাংশ ও অক্ষরেখার মধ্যে পার্থক্যভর এবং ওজনের মধ্যে পার্থক্য