যে রেখা একই ব্যয়ে উৎপাদকের বিভিন্ন উপকরণ সংমিশ্রণ ক্রয়ের ক্ষমতা প্রকাশ করে, তাকে সমব্যয় রেখা বলে। উপকরণ ব্যবহার করলে ব্যয় বহন করতে হবে। আর উৎপাদকের আয়েরও সীমাবদ্ধতা রয়েছে। এমতাবস্থায় নির্দিষ্ট অর্থ ব্যয়ে দুটো উপকরণের কোন কোন সমন্বয় উৎপাদক ক্রয় করতে সমর্থ তা যে রেখার দ্বারা দেখানো হয় সেটাই সমব্যয় রেখা। অর্থ্যাৎ সম-ব্যয় রেখার প্রতিটা বিন্দুতে উপকরণের বিভিন্ন সংমিশ্রনের জন্য একই পরিমান ব্যয় দেখানো হয়।
চিত্রে MN একটি সমখরচ রেখা। প্রতি একক শ্রম ও মূলধনের দাম প্রদ্ত্ত অবস্থায়, শ্রম ও মূলধন L1K2, A সংমিশ্রণ ব্যবহার করলে উৎপাদকের যে খরচ হয় L2K1, B সংমিশ্রন ব্যবহার করলেও উৎপাদকের একই পরিমান খরচ হয়।