Site icon Parthokko.com.bd | পার্থক্য | Difference Between

নিরপেক্ষ রেখা কাকে বলে?

যে রেখার প্রতিটি বিন্দু দুটি পণ্যের বিভিন্ন সংমিশ্রণে ভোক্তার নিকট সমান তৃপ্তি বা সন্তুষ্টি প্রকাশ করে তাকে নিরপেক্ষ রেখা বলে। নিরপেক্ষ রেখা হল এমন বক্ররেখা যার বিভিন্ন বিন্দু নির্দেশিত দুই বা ততোধিক দ্রব্যের বিভিন্ন সমন্বয় ভোগকারীর নিকট সমভাবে পছন্দসই হয়। এই রেখা বরাবর ভোক্তা প্রতিটি দ্রব্যের ক্ষেত্রেই সমান সন্তুষ্ট থাকে। অর্থাৎ ঐ বক্ররেখার কোন বিন্দুতে ভোক্তার কোন নির্দিষ্ট দ্রব্যের প্রতি বিশেষ আকর্ষণ থাকে না। এই বক্ররেখার প্রত্যেকটি বিন্দুতে ভোক্তার উপযোগ সমান থাকে। এজওয়ার্ড প্যরোটো, হিকস, অ্যালেন প্রমুখ অর্থনীতিবিদ ভোক্তার আচরণ এবং চাহিদার প্রকৃতি ব্যাখ্যা করার জন্য এই রেখা প্রবর্তন করেন।

চিত্রের ভূমি অক্ষে x দ্রব্য এবং লম্ব অক্ষে y দ্রব্য নির্দেশিত। সূচি অনুযায়ী অংকিত IC রেখাটি বাম থেকে ডান দিকে নিম্নগামী এবং মূলবিন্দুর দিকে উত্তল। এটিই নিরপেক্ষ রেখা। চিত্রের a,b,c যেকোনো বিন্দুতে ভোক্তা অবস্থান করতে পারে। কিন্তু, এক বিন্দু থেকে অন্য বিন্দুতে ভোক্তা স্থানান্তর হলে ভোক্তাকে একটি দ্রব্য বেশী ভোগ করতে হলে অন্য দ্রব্যের ভোগ ছেড়ে দিতে হবে।

Exit mobile version